আন্তর্জাতিক

ভূমিকম্পে বিধ্বস্ত অঞ্চলগুলোকে পুনর্গঠন করতে সরকার এক বছরের পরিকল্পনা হাতে নিয়েছে-এরদোগান

  প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২৩ , ৩:০২:৫৮ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক রিপোর্ট।। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন,ভূমিকম্পে বিধ্বস্ত অঞ্চলগুলোকে পুনর্গঠন করতে সরকার এক বছরের পরিকল্পনা হাতে নিয়েছে।এই সময়ে যারা তাঁবুতে থাকতে রাজি নন,তাদের আবাসন ভাড়া বহন করবে সরকার।

তুর্কি সংবাদমাধ্যম হুরিয়াত ডেইলি জানিয়েছে,শুক্রবার আদিয়ামান প্রদেশে উদ্ধার ও অনুসন্ধান অভিযান পর্যবেক্ষণে গিয়ে এ ঘোষণা দেন প্রেসিডেন্ট এরদোগান।গত সোমবারের (৬ ফেব্রুয়ারি) ভয়াবহ ভূমিকম্পে তুরস্কের ১০টি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন এক কোটি ৩০ লাখের বেশি মানুষ।

‘আমরা নিশ্চিত করছি যে,আমাদের নাগরিকরা যারা তাঁবুতে থাকতে চান না,তারা এক বছরের ভাড়া পরিশোধ করার অর্থ পাবেন।সেটা দিয়ে তারা তাদের মতো বাসস্থানে থাকতে পারবেন।’

এ সময় এরদোগান জোর দিয়ে বলেন,তুরস্ক তার ইতিহাসে সবচেয়ে বড় বিপর্যয়ের মুখোমুখি হয়েছে।শক্তিশালী ভূমিকম্পে দেশটিতে মৃতের সংখ্যা ১৯ হাজার ছাড়িয়ে গেছে।আহত হয়েছেন ৭৫ হাজারের বেশি।

৭ দশমিক ৮ মাত্রার ওই ভয়াবহ ভূমিকম্প তুরস্কের পাশাপাশি প্রতিবেশী সিরিয়াতেও ব্যাপক তাণ্ডব চালিয়েছে।দুই দেশ মিলে নিহতের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়েছে।আহত হয়েছেন লক্ষাধিক।

প্রতিবেদনে বলা হয়েছে, তুর্কি নেতা এদিন বলেন,আমরা প্রতি পরিবারকে ১৫ হাজার লিরা দেওয়ার প্রস্তুতি নিচ্ছি, যার মধ্যে স্থানান্তর সহায়তাও থাকছে৷আমরা একটি ব্যাপক কর্মসূচি প্রস্তুত করছি,যা দেশকে,বিশেষ করে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোকে আবারও উঠে দাঁড়াতে সক্ষম করবে।

আমরা ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছি,নির্মাণকাজ দ্রুত শুরু হবে’, বলেন এরদোগান।

তিনি বলেন,তুর্কি এয়ারলাইন্স ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে স্থানান্তর করছে।ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ১০টি প্রদেশ থেকে অন্তত ৭৬ হাজার মানুষকে সরিয়ে দেশের অন্যান্য অংশে পাঠানো হয়েছে।

আরও খবর

Sponsered content