সম্পাদকীয়

ভিকটিম কারাগারে,অপরাধী ঘরে’: বিচার ব্যবস্থার ন্যায্যতা নিয়ে চিন্তার সংকেত

  প্রতিনিধি ৩১ ডিসেম্বর ২০২৫ , ১:৪৯:৪৫ প্রিন্ট সংস্করণ

ভিকটিম কারাগারে,অপরাধী ঘরে’: বিচার ব্যবস্থার ন্যায্যতা নিয়ে চিন্তার সংকেত

মাজহারুল ইসলাম।।বিচার ব্যবস্থা,যা গণতন্ত্রের মূল স্তম্ভ,যদি জনগণের জন্য সমানভাবে কার্যকর না হয়,তবে তা শুধু আইনের প্রতি আস্থা নয়,সমগ্র সমাজের নৈতিকতা ও ন্যায়বোধকে বিপন্ন করে।সাম্প্রতিক অভিযোগ এবং সামাজিক মাধ্যমে প্রকাশিত প্রতিক্রিয়াগুলো স্পষ্টভাবে দেখাচ্ছে,বিচার প্রক্রিয়ায় শক্তিশালী পক্ষের প্রতি অসামঞ্জস্যপূর্ণ সুবিধা এবং দুর্বলদের প্রতি কঠোরতা একটি জ্বলন্ত সমস্যা।

আইন বিশেষজ্ঞরা বারবার সতর্ক করেছেন,বিচারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা না হলে জনগণের মধ্যে আইনের প্রতি অবিশ্বাস বৃদ্ধি পায়।এটি শুধুই বিচার ব্যবস্থার নয়,পুরো রাজনৈতিক ও সামাজিক কাঠামোর জন্য হুমকি।

এক্ষেত্রে জরুরি হলো:

১. বিচার ব্যবস্থার প্রক্রিয়াগত স্বচ্ছতা নিশ্চিত করা।

২. সাংবিধানিক মানদণ্ড অনুযায়ী বিচারিক সিদ্ধান্ত নেওয়া।

৩. প্রভাবমুক্ত ও রাজনৈতিক স্বাধীন আদালত গঠন করা।

নিরপেক্ষ বিচার ছাড়া কোনো সমাজই স্থিতিশীল হতে পারে না।যদি ‘ভিকটিম কারাগারে,অপরাধী ঘরে’ পরিস্থিতি চলতে থাকে,তবে শুধু আইনের আস্থা নয়,দেশের নৈতিক ও সামাজিক স্থিতিশীলতাও বিপন্ন হবে।

আরও খবর

Sponsered content