অপরাধ-আইন-আদালত

ভাইরাল মুখ থেকে আফ্রিদি এবার পুলিশের জালে!

  প্রতিনিধি ২৪ আগস্ট ২০২৫ , ৭:০৫:২২ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।অনলাইনে কনটেন্ট বানিয়ে রাতারাতি যিনি হয়ে উঠেছিলেন আলোচনার কেন্দ্রবিন্দু,সেই তৌহিদ আফ্রিদি এবার হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন।

রবিবার (২৪ আগস্ট) রাতে বরিশাল নগরের বাংলাবাজারে তার মামার বাসায় হানা দেয় সিআইডির বিশেষ টিম।সেখান থেকেই পুলিশি হেফাজতে গেলেন ইউটিউব-ফেসবুকের সেই বহুল আলোচিত তরুণ।

একই মামলায় এর আগেই গ্রেপ্তার হয়েছিলেন তৌহিদের বাবা-মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন,রাত সাড়ে ১০টার দিকে কোতয়ালী মডেল থানার পুলিশের সহযোগিতায় ঢাকার সিআইডি টিম তাঁকে গ্রেপ্তার করে।

বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানায় দায়ের করা আসাদুল হক বাবু হত্যা মামলায় তৌহিদ আফ্রিদি এজাহারনামীয় ১১ নম্বর আসামি।তাঁকে ঢাকায় নেওয়া হয়েছে।

তবে গ্রেপ্তারকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আগেই ছিল তুমুল উত্তেজনা।কনটেন্ট ক্রিয়েটর আফ্রিদির গ্রেপ্তার দাবি করে গত ১৭ আগস্ট আলটিমেটাম দিয়েছিল জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স (জেআরএ)।

সংগঠনটির ফেসবুক পোস্টে অভিযোগ করা হয়,আফ্রিদি শুধু বর্তমান সরকারের সময় নয়,১৫ আগস্ট আওয়ামী লীগের ক্যাম্পেইনেও অর্থ সরবরাহ করেছিলেন।

সেই অভিযোগ ঘিরে সোশ্যাল মিডিয়ায় চলছিল তুমুল আলোচনা।তখন সংগঠনের হুঁশিয়ারি ছিল,কোনো নাটক নয়, সরাসরি গ্রেপ্তার করতে হবে।’

প্রসঙ্গত,বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানায় দায়ের করা আসাদুল হক বাবু হত্যা মামলায় গত ১৭ আগস্ট রাজধানীর গুলশান থেকে আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথীকেও গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

গত বছরের ১ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় নিহ‌তের বাবা জয়নাল আবেদীন বাদী হয়ে হত্যা মামলাটি দায়ের করেন।

এর মধ্যে প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দ্বিতীয় আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তৃতীয় আসামি পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল–মামুন।

পাশাপাশি অজ্ঞাতনামা আরও প্রায় দেড়শ জনকে আসামি করা হয়েছে।এতে বাবা-ছেলেসহ মোট ২৫ জনকে আসামি করা হয়।

আরও খবর

Sponsered content