শিক্ষা

দু’টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের খসড়া অনুমোদন

  প্রতিনিধি ১২ জুন ২০২৩ , ৩:৫৭:২২ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।শরীয়তপুর ও ঠাকুরগাঁওয়ে একটি করে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় নতুন দুটি আইনের খসড়া অনুমোদন দিয়েছে সরকার।

সোমবার (১২ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়,শরীয়তপুর আইন এবং ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন,শিক্ষা মন্ত্রণালয় থেকে শরীয়তপুরে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য প্রস্তাব ছিল।সেটি নীতিগত অনুমোদন ছিল।নামকরণ করা হয়েছিল শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়।’

তিনি আরও বলেন, ‘আজকে আইনের খসড়া বিস্তারিত উপস্থাপন করা হয়েছে চূড়ান্ত অনুমোদনের জন্য।বিস্তারিত আলোচনার পর এটি অনুমোদন হয়েছে।তবে এটি শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয় নয়,এটির নাম হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, শরীয়তপুর।এ নামে এটি আজকে চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে।’

ঠাকুরগাঁওয়ে একটি সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

আরও খবর

Sponsered content