জাতীয়

বেসামরিক প্রশাসনের সঙ্গে সেনাবাহিনী আন্তরিকতার সাথে কাজ করতে চায়-সেনা প্রধান

  প্রতিনিধি ২৬ জানুয়ারি ২০২৩ , ৩:২৮:০৫ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন বেসামরিক প্রশাসনের সঙ্গে সেনাবাহিনী আন্তরিকভাবে কাজ করতে চায়।আপনারা জানেন,বেসামরিক প্রশাসনকে সহায়তায় আমরা দুর্যোগ ব্যবস্থাপনা,জাতি গঠন এবং অনেক নিরাপত্তার দায়িত্বও পালন করে থাকি।’

আজ বৃহস্পতিবার দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনে চলা জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষ দিনে অংশ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, ‘সেনাবাহিনী চাচ্ছে বেসামরিক প্রশাসনের সঙ্গে আন্তরিকভাবে কাজ করে সরকারের দেওয়া যে কোনো দায়িত্ব সুন্দরভাবে সম্পন্ন করতে।

সেনাপ্রধান বলেন, ‘এখানে (ডিসি সম্মেলন) কথা প্রসঙ্গে গত বন্যার সময় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা সবাই করেছেন।অন্যান্য কাজেও আমাদের প্রশংসা সবাই করেছেন। আমরাও বলেছি,বর্তমান সেনাবাহিনীর নিচের পর্যায়ের সবার ভেতরে এই অনুভূতি এসেছে যে,বেসামরিক প্রশাসন আমাদের সঙ্গে আগের চেয়ে অনেক বেশি বন্ধুত্বপূর্ণ এবং আমরা তাদের সঙ্গে কাজ করে আগের চেয়ে অনেক বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছি।’

জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, ‘সেনাবাহিনীর কাজ করার ধরন এক রকম,সিভিল প্রশাসনের কাজ করার ধরন আরেক রকম।উদ্দেশ্য একই কিন্তু কর্ম-পদ্ধতির ভিন্নতার কারণে অনেক সময় কিছু কিছু ভুল বোঝাবুঝি হয়তো হয়ে থাকে।যত আমরা ওগুলো দূর করতে পারব আমাদের কাজ,নিজের স্বকীয়তা বজায় রেখে,আমার মনে হয়,সরকার ও জনগণের আমাদের কাছে যে প্রত্যাশা রয়েছে সে অনুযায়ী আমরা যথাযথভাবে কাজ করতে পারব।’

ডিসিদের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো বিষয়ে আপনাদের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে কি না,জানতে চাইলে সেনাপ্রধান বলেন,তারা চেয়েছেন। তবে কোন কোন ক্ষেত্রে চেয়েছেন সে বিষয়ে বিস্তারিত আমরা বলছি না।আমি নিশ্চিত,এখানকার যারা মুখপাত্র আছেন তারা এ বিষয়ে পরিষ্কার ধারণা দেবেন।’

আরও খবর

Sponsered content