অপরাধ-আইন-আদালত

বেনাপোল দৌলতপুর সীমান্ত থেকে পিস্তল গুলি ম্যাগাজিনসহ ২৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি

  প্রতিনিধি ৫ জুলাই ২০২২ , ১২:০৭:৫৫ প্রিন্ট সংস্করণ

বেনাপোল প্রতিনিধিঃ-যশোরের বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি, ২টি ম্যাগজিনসহ ২৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছেন খুলনা ২১ বিজিবি সদস্যরা।

মঙ্গলবার (৫ জুলাই) ভোরে এই অস্ত্র গুলি ম্যাগাজিন ও ফেন্সিডিল উদ্ধার করে কায়বা বিজিবি ক্যাম্পের টহল দলের সদস্যরা। তবে এসময় কাউকে আটক করা যায়নি। খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কায়বা ক্যাম্পের নায়েব সুবেদার লিয়াকত আলী উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্ণেল মোহাম্মাদ তানভীর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে কায়বা ক্যাম্পে কর্মরত নায়েব সুবেদার লিয়াকত আলীর নেতৃত্বে বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামে বিশেষ অস্ত্র চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়। অভিযানের সময় দৌলতপুর গ্রামের রাস্তার পাশে একটি কলাবাগানে লাইলোনের একটি ব্যাগের মধ্য থেকে দুটি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি এবং ২টি ম্যাগজিনসহ ২৯ বোতল ফেন্সিডিল মালিকবিহীন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র, গুলি ম্যাগাজিন ও ফেন্সিডিল বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে।

আরও খবর

Sponsered content