খেলাধুলা

বিশ্বকাপ ইতিহাসে রেকর্ড গড়লেন-সাকিব আল হাসান

  প্রতিনিধি ১৩ অক্টোবর ২০২৩ , ৪:৪৮:৩৪ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।বিশ্বকাপ ইতিহাসে রেকর্ড গড়লেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।ক্রিস গেইল ও শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক সানাথ জয়সুরিয়াকে পেছনে ফেলে অলরাউন্ডারদের তালিকার শীর্ষস্থানে উঠেছেন তিনি।

২০০৩ থেকে ২০১৯ পর্যন্ত মোট ৫টি বিশ্বকাপে অংশ নেয় ক্রিস গেইল।এতে ৩০ ম্যাচে ১ হাজার ১৮৬ রান এবং ১৬টি উইকেট শিকার করেন তিনি।দ্বিতীয় স্থানে ছিলেন শ্রীলঙ্কার ‘মাতারা হারিকেন’ খ্যাত সাবেক অধিনায়ক জয়সুরিয়ার। তিনি ১৯৯২ থেকে ২০০৭ পর্যন্ত মোট ৫টি আসরে অংশ নেয়। লঙ্কান সাবেক এই অধিনায়ক ৩৮ ম্যাচ খেলে সর্বমোট ১ হাজার ১৬৫ রান ও ২৭ উইকেট সংগ্রহ করেন।

এইবার এই রেকর্ডের শীর্ষ আসনে উঠেছেন সাকিব আল হাসান।২০০৭ থেকে ২০২৩ পর্যন্ত ৫টি আসরে অংশ নিচ্ছেন তিনি।এখন পর্যন্ত ৩১টি ম্যাচ খেলে ১ হাজার ১৬১ রান ও ৩৮ উইকেট নিয়েছেন টাইগার অধিনায়ক।

আরও খবর

Sponsered content