প্রতিনিধি ২২ অক্টোবর ২০২২ , ১২:০৭:১৫ প্রিন্ট সংস্করণ
বিনোদন ডেস্ক।।কোই মিল গেয়া’র সেই ছোট্ট মেয়েটিকে মনে পড়ে? তিনিই এখন একত্রিশের যুবতী। একেবারে বিয়ের সানাই বাজিয়ে শিরোনামে এলেন জনপ্রিয় অভিনেত্রী হংসিকা মোতওয়ানি।রিচা চড্ডা, আলি ফজলের পরেই চলতি বছর ডিসেম্বরে আরও এক রাজকীয় বিয়ের আয়োজন শুরু। পাত্র খুঁজেছেন পরিবার। যদিও পাত্রের সম্পর্কে বিশদে কিছুই জানা যায়নি এখনও। তবে সূত্র মারফত নিশ্চিত যে বিয়েটা হচ্ছে।

জানা যায়, জয়পুরে ৪৫০ বছরের পুরনো এক ঐতিহ্যবাহী দুর্গে ধুমধাম সহকারে বিয়ে হবে হংসিকার। ইতোমধ্যে বিয়ের কার্ড ছাপানো হয়ে গিয়েছে। সেখানে স্থান হিসাবে লেখা আছে মুন্ডোটা ফোর্ট অ্যান্ড প্যালেসের নাম। যেখানে এখন সাজ সাজ রব।
জোরকদমে প্রস্তুত হচ্ছে বাসর। আধুনিক উৎসবে সাবেকিয়ানার ছোঁয়া না থাকলে আয়োজনই যে বৃথা। তাই বিশেষ কারিগর এবং সজ্জা শিল্পীরা এখন থেকেই লেগে পড়েছেন।

















