খেলাধুলা

বিপিএলের মাঝে হঠাৎ করেই ওমরাহ হজ্জ করতে সৌদি আরবে সাকিব আল হাসান

  প্রতিনিধি ৪ ফেব্রুয়ারি ২০২৩ , ৩:০৯:১৩ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।বিপিএলের মাঝে হঠাৎ করেই ওমরাহ হজ পালন করতে সৌদি আরব গেলেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান।শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাতেই সৌদির উদ্দেশে ঢাকা ছেড়েছেন সাকিব।

৪-৬ ফেব্রুয়ারি সাকিবের দল বরিশালের খেলা নেই।এই সুযোগেই হঠাৎ করেই ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদিতে গেলেন সাকিব।শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন সাকিব।ওমরাহ পালন শেষে সোমবার (৬ ফেব্রুয়ারি) দেশে ফেরার কথা বরিশালের অধিনায়কের।

ফরচুন বরিশালের মিডিয়া ম্যানেজার সিকান্দার আলী সাকিবের ওমরাহ পালনের কথা নিশ্চিত করে গণমাধ্যমের কাছে জানান,৭ তারিখের আগে যেহেতু দলের খেলা নেই, সে কারণেই ফাঁকা সময়টাতে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি গেলেন সাকিব।ওমরাহ শেষে ৬ তারিখ রাতেই দেশে ফিরে আসার কথা তার।দেশে ফিরে ৭ তারিখ কুমিল্লার বিপক্ষে মাঠেও নামার কথা সাকিবের।

ইতোমধ্যেই বিপিএলের শেষ চার নিশ্চিত করে ফেলেছে সাকিবের দল ফরচুন বরিশাল।১০ ম্যাচ এ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বরিশাল।গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৭ ফেব্রুয়ারি এবং খুলনা টাইগার্সের বিপক্ষে ১০ ফেব্রুয়ারি মাঠে নামবে সাকিব আল হাসানের দল।

বরিশালের হয়ে এবারের বিপিএলে ব্যাট হাতে দারুণ ফর্মে রয়েছেন সাকিব।এখনও পর্যন্ত ৩৪৭ রান করেছেন তিনি।বল হাতে খুব বেশি উজ্জ্বল না হলেও ৬টি উইকেট নিয়েছেন এই তারকা।

আরও খবর

Sponsered content