জাতীয়

বিডা’র নিজস্ব প্রধান কার্যালয় উদ্বোধন করেছেন-প্রধানমন্ত্রী,শেখ হাসিনা

  প্রতিনিধি ৫ ফেব্রুয়ারি ২০২৩ , ৯:১৯:১৫ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ’র (বিডা) নিজস্ব প্রধান কার্যালয় উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৫ ফেব্রুয়ারি) সকালে ভবন উদ্বোধন শেষে মোনাজাতে অংশ নেন তিনি।

নতুন ভবনটি বিডার প্রধান কার্যালয় হিসেবে ব্যবহার করা হবে।ভবনটিতে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) প্রধান কার্যালয়ও রয়েছে।

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী বলেন, এক কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনে ১২ টাকা খরচ হয়।আমরা নিচ্ছি মাত্র ৬ টাকা। ইংল্যান্ডে দেড়শ ভাগ দাম বাড়িয়েছে।এটা সবার মনে রাখতে হবে। আমরা কিন্তু এখনও সেই পর্যায়ে যাইনি।

তিনি আরও বলেন,আমি বলবো,গ্যাস-বিদ্যুৎ সাপ্লাই দেওয়া যাবে যদি সবাই ক্রয়মূল্য যা হবে সেটা দিতে রাজি থাকে। তাহলে দেওয়া যাবে।তাছাড়া কত ভর্তুকি দেওয়া যায়।আমরা এ ক্ষেত্রে কেনো ভর্তুকি দেবো।ভর্তুকি দিচ্ছি কৃষি খাতে,খাদ্য উৎপাদনে।আমরা করোনা যাতে মোকাবিলা করতে পারি, বিশেষ প্রণোদনা দিয়েছি,যাতে ব্যবসা-বাণিজ্য,শিল্পকারখানা চালু থাকে।

আরও খবর

Sponsered content