প্রতিনিধি ২৬ জানুয়ারি ২০২৬ , ৫:০২:৩৬ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।বাগেরহাটের ছাত্রলীগ নেতা সাদ্দামের বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে মামলা প্রত্যাহার এবং ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ দাবি জানান।

স্ট্যাটাসে গোলাম রব্বানী উল্লেখ করেন,ঘটনার সময় সাদ্দাম বিদেশে চিকিৎসাধীন ছিলেন—যা প্রমাণিত হয়েছে।তাই উদ্দেশ্যপ্রণোদিত এই মিথ্যা মামলা থেকে সাদ্দামের নাম প্রত্যাহারের পাশাপাশি মামলার বাদীকে গ্রেফতার করে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।একই সঙ্গে ন্যায়বিচারের স্বার্থে রাষ্ট্রের পক্ষ থেকে ন্যূনতম ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথাও উল্লেখ করেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

















