আবহাওয়া বার্তা

বাংলাদেশ-ভারত সীমান্তে মাঝারি মাত্রার ভূমিকম্প হয়েছে

  প্রতিনিধি ১৪ আগস্ট ২০২৩ , ৬:০২:৪০ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।সিলেট লাগোয়া বাংলাদেশ-ভারত সীমান্তে মাঝারি মাত্রার ভূমিকম্প হয়েছে,যা অনুভূত হয়েছে ঢাকাসহ দেশের বেশিরভাগ এলাকা থেকে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, বাংলাদেশ সময় সোমবার রাত ৮টা ৪৯ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫।

ভূমিকম্পের উপকেন্দ্র ছিল আসামের করিমগঞ্জ থেকে ১৮.২ কিলোমিটার উত্তর-পশ্চিমে, সিলেট থেকে ৩৫.৯ কিলোমিটার পূর্ব উত্তর-পূর্বে, আসামের বদরপুর থেকে ৪০ কিলোমিটার পশ্চিম উত্তর পশ্চিমে এবং সিলেটের ছাতক থেকে ৫৫.৭ কিলোমিটার পূর্ব দিকে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ দশমিক কিলোমিটার গভীরে।

টানা কয়েক সেনেন্ড ধরে কয়েক দফা দুলুনিতে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন।তবে এ ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আরও খবর

Sponsered content