জাতীয়

বাংলাদেশ বিশ্বের ৩৫তম দেশে পরিণত হওয়ায় ব্যবসা-বাণিজ্যের অনেক সুযোগ এখানে আছে-পররাষ্ট্রমন্ত্রী,এ কে আব্দুল মোমেন

  প্রতিনিধি ১০ জানুয়ারি ২০২৩ , ১২:৫৭:১২ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারসাম্যের কূটনীতির কারণে অনেকে এখন আমাদের এখানে আসছেন।বাংলাদেশ বিশ্বের ৩৫তম দেশে পরিণত হওয়ায় ব্যবসা-বাণিজ্যের অনেক সুযোগ এখানে আছে।কেউ এগুলো হাতছাড়া করতে চান না। আজ মঙ্গলবার তাঁর দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন,এটা আমাদের জন্য সুখবর যে চীনের পররাষ্ট্রমন্ত্রী ছিন গ্যাং ঢাকায় যাত্রাবিরতি করেছেন।চীনের কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দ এখন ঢাকায় আছেন।’

এ কে আব্দুল মোমেন বলেন, ‘প্রধানমন্ত্রীর ভারসাম্যের কূটনীতির কারণে অনেকে এখন আমাদের দিকে নজর দিচ্ছেন। বিশ্বের ৩৫তম দেশে পরিণত হওয়ায় ব্যবসা-বাণিজ্যের অনেক সুযোগ বাংলাদেশে আছে। কেউ এগুলো হাতছাড়া করতে চান না।

আমরাও সবার সঙ্গে যুক্ততা চাই। এই মুহূর্তে মার্কিন সরকারের একজন প্রতিনিধি ঢাকায় আছেন। এ মাসে আরও কয়েকজনের আসার কথা রয়েছে। তাঁদের সঙ্গেও আমাদের সম্পর্ক বেশ ভালো।আমরা সেই সম্পর্ক আরও দৃঢ় করতে চাই।’

যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে সম্পর্ক বিষয়ে এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাঁদের সঙ্গে ভারসাম্যমূলক সম্পর্ক রাখা চ্যালেঞ্জিং।আমরা দুই দেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই।’

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন,‘বাংলাদেশ যেভাবে চলছে ও এর উন্নয়ন অভাবনীয় এবং চীন দেশটির সহযোগী হিসেবে কাজ করতে চায়।চীনের মন্ত্রী জানিয়েছেন,ইউক্রেন যুদ্ধের কারণে জোগান ব্যাহত হচ্ছে,আর্থিক লেনদেনে সমস্যা হচ্ছে এবং নতুন অবস্থার সৃষ্টি হচ্ছে।এ অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের একসঙ্গে কাজ করতে হবে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন,২০১৬ সালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ঢাকা সফরের সময়ে ছিন গ্যাং এসেছিলেন।৩০ ডিসেম্বর দায়িত্ব নেওয়ার পর এটিই তাঁর প্রথম বিদেশ সফর। দায়িত্ব নেওয়ার ১০ দিনের মধ্যে তিনি ঢাকা সফর করেছেন, এটি আমাদের জন্য ভালো খবর জানিয়ে মন্ত্রী বলেন,এটি আমাদের প্রথম সাক্ষাৎ।তিনি বলেন,আমাদের বড় ইস্যু হচ্ছে রোহিঙ্গা এবং এ বিষয়ে চীনারা আমাদের সাহায্য করেছে। সেই সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি অঙ্গীকার করেছেন। চীনা পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন,মিয়ানমারে কিছু অসুবিধা আছে।সে জন্য এটি দীর্ঘায়িত হচ্ছে বলে তিনি জানান।

চীনের সঙ্গে বাণিজ্য
‘দুই দেশের মধ্যে বাণিজ্য প্রায় ১ হাজার ৪০০ কোটি ডলার,কিন্তু এর মধ্যে চীনের রপ্তানি ১ হাজার ৩০০ কোটি ডলার।বাংলাদেশকে ৯৮ শতাংশ পণ্য শুল্কমুক্ত সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছিল চীন,কিন্তু এটির এখনো গেজেট না হওয়ার কারণে আমাদের ব্যবসায়ীরা এর সুবিধা পাচ্ছেন না। পররাষ্ট্রমন্ত্রী বলেন,এ বিষয়ে আলোচনার পর চীনের মন্ত্রী জানিয়েছেন,এটি তিনি করবেন।বিভিন্ন বৃহৎ প্রকল্পে চীন যে কাজ করছে,সেটি যেন আরও ত্বরান্বিত হয়,সেটির জন্য আলোচনা করেছি,’ জানান মন্ত্রী।

আরও খবর

Sponsered content