প্রতিনিধি ১৬ ফেব্রুয়ারি ২০২৫ , ২:৩০:২২ প্রিন্ট সংস্করণ
অনলাইন ডেস্ক রিপোর্ট।।বাংলাদেশের ২৯ মিলিয়ন মার্কিন ডলারের কর্মসূচি এবং ভারতের জন্য নির্ধারিত ২১ মিলিয়ন ডলারের কর্মসূচিসহ বিশ্বের বিভিন্ন দেশে বড় ধরনের আর্থিক সহায়তা বাতিল করেছে যুক্তরাষ্ট্র।
রোববার (১৬ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে,প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন বাজেট কমিয়ে আনার জন্য নানা পদক্ষেপ নিচ্ছে এবং এর আওতায় ভারত-বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের জন্য মিলিয়ন মিলিয়ন ডলারের তহবিল বাতিল করেছে যুক্তরাষ্ট্র।
ইলন মাস্কের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি (ডিওজিই) রোববার বলেছে,যুক্তরাষ্ট্রের করদাতাদের টাকায় অর্থায়ন হওয়া বেশ কিছু আন্তর্জাতিক প্রকল্প বাতিল করা হয়েছে।এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে স্বাস্থ্য,শিক্ষা,রাজনৈতিক সংস্কার,লিঙ্গ সমতা,পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক উন্নয়ন বিষয়ক বিভিন্ন উদ্যোগ।প্রকল্পগুলো বিশ্বের বিভিন্ন দেশে বাস্তবায়িত হওয়ার কথা ছিলো কিন্তু এখন সেগুলো আপাতত স্থগিত করা হলো।
এর মধ্যে ভারতে ভোটারদের উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে ২১ মিলিয়ন ডলারের একটি প্রোগ্রাম এবং বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপকে শক্তিশালী করার লক্ষ্যে নির্ধারিত ২৯ মিলিয়ন ডলারের কর্মসূচি কমানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।
ভারত ও বাংলাদেশ ছাড়াও যেসব দেশের সহায়তা বাতিল করেছে ডিওজিই:-মোজাম্বিকে পুরুষদের খতনায় স্বেচ্ছাসেবী চিকিৎসা প্রকল্পে- ১০ মিলিয়ন ডলার।
কম্বোডিয়ার যুব উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রকল্পের জন্য ইউসি বার্কলির- ৯৭ লাখ ডলার।
কম্বোডিয়ায় বাক্স্বাধীনতা শক্তিশালীকরণ প্রকল্পে -২৩ লাখ ডলার।
প্রাগ সিভিল সোসাইটি সেন্টার -৩২ মিলিয়ন ডলার।
লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়ন হাব প্রতিষ্ঠার জন্য -৪০ মিলিয়ন ডলার।
সার্বিয়ায় সরকারি ক্রয় প্রক্রিয়া উন্নয়ন প্রকল্পে -১৪ মিলিয়ন ডলার।
নির্বাচন ও রাজনৈতিক প্রক্রিয়া শক্তিশালীকরণ কনসোর্টিয়াম -৪৮৬ মিলিয়ন ডলার,এর মধ্যে মলডোভায় অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক রাজনৈতিক প্রক্রিয়া প্রকল্পে ২২ মিলিয়ন ডলার।
নেপালে অর্থনীতির কেন্দ্রীকরণে ২০ মিলিয়ন ডলার।
নেপালে জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্পে -১৯ মিলিয়ন ডলার।
লাইবেরিয়ায় ভোটার আস্থা বৃদ্ধি প্রকল্পে -১৫ লাখ ডলার।
মালিতে সামাজিক সংহতি প্রকল্পে -১৪ মিলিয়ন ডলার।
দক্ষিণ আফ্রিকায় অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র প্রতিষ্ঠা -২৫ লাখ ডলার।
এশিয়ায় শিক্ষার ফলাফল উন্নয়ন প্রকল্পে -৪৭ মিলিয়ন ডলার।
কসোভোর রোমা,আশকালি ও মিশরে সামাজিক-অর্থনৈতিক সংহতি বৃদ্ধি, টেকসই পুনর্ব্যবহার মডেল উন্নয়নে -২ মিলিয়ন ডলার।