রাজনীতি

বরিশাল -৪ আসনে নাগরিক সংবর্ধনায় সিক্ত হলেন সংরক্ষিত এমপি ড.শাম্মি আহমেদ

  প্রতিনিধি ২০ এপ্রিল ২০২৪ , ৬:২০:০৫ প্রিন্ট সংস্করণ

মেহেন্দিগঞ্জ(বরিশাল)প্রতিনিধি।।বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় নাগরিক সংবর্ধনায় সিক্ত হলেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ড. শাম্মি আহমেদ এমপি।

শনিবার বিকাল সাড়ে ৩টায় বর্নিল অনুষ্ঠানের মাধ্যমে পাতারহাট মুক্তি যোদ্ধা পার্ক মাঠে তাকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেন বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ,মুক্তি যোদ্ধার সন্তানদ্বয়,বিভিন্ন সামাজিক সংগঠন,বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।সংরক্ষিত এমপি হিসেবে শপথ গ্রহণের পর শনিবার (২০এপ্রিল ২০২৪) প্রথমবারের মতো নিজ জন্মভূমি মেহেন্দিগঞ্জে আসলে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে বরণ করে নেওয়া হয়।

মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দিন খান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আহমেদ এমপির হাতে সম্মাননা স্মারক তুলে দেন পৌর মেয়র।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. শাম্মি আহমেদ এমপি বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্নের সোনার বাংলা গড়ার স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেন।কিন্তু দুঃখের বিষয় বঙ্গবন্ধু সেই স্বপ্ন বাস্তবায়ন করতে দেননি একদল ঘাতক।তবে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের সেই সোনার বাংলা গড়তে নিরলসভাবে কাজ করে চলেছেন। গ্রামে-গঞ্জে বিদ্যুত পৌছে গেছে,বিভিন্ন সেবাখাত বৃদ্ধি পেয়েছে,খাদ্যে স্বয়ংসম্পন্ন হয়েছে,যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে। মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে।

এ সময় তিনি মেহেন্দিগঞ্জ-হিজলা ও কাজীরহাটের মানুষের ভাগ্য উন্নয়নেও নিরলসভাবে কাজ করার অঙ্গিকার করেন।

সভাপতির বক্তব্যে পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দিন খান বলেন,আজকের দিনটি এই কাঙ্খিত দিন।আজকে আমাদের মেয়ে সংরক্ষিত এমপি হয়ে আমাদের মাঝে ফিরে এসেছে। আমরা দীর্ঘদিন এই অঞ্চলে নির্যাতিত নিপড়িত ছিলাম। উন্নয়নে পিছিয়ে পড়েছি,আমরা কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে,তিনি আমাদের পছন্দের নেত্রীকে এমপি উপহার দিয়েছেন।আশা করি ড. শাম্মি আহমেদ মেহেন্দিগঞ্জের উন্নয়নে তার প্রয়াত পিতা সাবেক সফল সাংসদ মুক্তি যুদ্ধের সংগঠক বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মহিউদ্দিন আহমেদ এর ন্যায় কাজ করবেন।

মেয়র আরো বলেন,তার যোগ্য নেতৃত্বে আগামী কয়েক বছরের মধ্যে হিজলা মেহেন্দিগঞ্জে আমূল পরিবর্তন হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি পরিষদের চেয়ারম্যান এ্যাড. এ. কে. এম জাহাঙ্গীর,জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডঃ মুনসুর আহমেদ,হিজলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাব আহমেদ,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন,সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালেব জাহাঙ্গীর,ডাঃ সিরাজ উদ্দিন আহমেদ,মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলাম উপজেলা কৃষক লীগের সভাপতি শংকর চন্দ্র দে,শ্রমিক লীগের আহবায়ক পান্নু রাঢ়ী,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রকির,ছাত্রলীগের সভাপতি নিরব হোসেন বেপারীসহ উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এদিন নির্ধারিত সময়ের আগেই বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সংবর্ধনাস্থলে আসেন নেতাকর্মী ও সমর্থকরা।শাম্মি আহমেদ এর আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে এক ধরনের আমেজ তৈরি হয়।কানায় কানায় পূর্ণ হয়ে উঠে মুক্তিযোদ্ধা পার্ক মাঠ।প্রায় ১০ হাজার লোক সমাগম হয়েছে বলে দাবি করেন আয়োজকরা।

আরও খবর

Sponsered content