সারাদেশ

বরিশালে সুষ্ঠু,অবাধ ও নিরপেক্ষভাবে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

  প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২২ , ১২:১৩:৫২ প্রিন্ট সংস্করণ

মাজহারুল ইসলাম।।বরিশাল জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু,অবাধ ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।আজ সোমবার(১৭ অক্টোবর)সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা ভোটগ্রহণ সম্পন্ন করা হয়েছে।

বিভাগীয় কমিশনার(অতিরিক্ত সচিব),বরিশাল মোঃ আমিন উল আহসান ও জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বেলা ১১টায় বরিশাল সদর উপজেলার বরিশাল জিলা স্কুলের ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারাবৃন্দ।

১০টি উপজেলায় মোট ভোটার সংখ্যা ১২৮৭জন। ৩টি উপজেলা- গৌরনদী, আগৈলঝাড়া, উজিরপুর উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার আজ ৭টি উপজেলায় ভোটগ্রহণ হয়েছে।৭টি কেন্দ্রে ভোটারের সংখ্যা ৯৭৯ জন। বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর নিদের্শনা মোতাবেক জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক বৃন্দ বিভিন্ন উপজেলায় দায়িত্ব পালন করেন।

পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক উপস্থিত ভোটারদের সাথে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন।ভোটাররা নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

আরও খবর

Sponsered content