স্বাস্হ্য ও জীবন পরিচর্যা

বরিশালে নিউমোনিয়া প্রতিরোধে সেভ দি চিলড্রেনের সভা

  প্রতিনিধি ২৭ জানুয়ারি ২০২৫ , ৪:৪৩:৪৯ প্রিন্ট সংস্করণ

বরিশাল প্রতিনিধি।।নিউমোনিয়া প্রতিরোধে সেভ দি চিলড্রেনের আয়োজনে সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৭ জানুয়ারী) সকাল ১০ টায় বরিশাল নগরীর আলেকান্দা সেভ দি চিলড্রেন অফিসে অনুষ্ঠিত সভায় রিসোর্স পার্সন হিসেব উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক (সিসি) ডাঃ অসীম রঞ্জন হালদার, সহকারী পরিচালক মোঃ সিরাজুল ইসলাম,সেভ দি চিলড্রেন নিউমোনিয়া প্রোগ্রাম ম্যানেজার ডাঃ সোহেল রানা।

বরিশাল জেলার ১০ টি উপজেলার বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের নিয়ে আয়োজিত পর্যালোচনা সভায় নিউমোনিয়া প্রতিরোধের বিভিন্ন বিষয় আলোচনা হয়। বাংলাদেশে শিশু মৃত্যুর অন্যতম কারণ নিউমোনিয়া।

এক সমীক্ষায় দেখা গেছে বাংলাদেশে প্রতি ২৪ ঘন্টায় শুন্য থেকে পাঁচ বছর বয়সী ৭৪ জন শিশু মারা যায়। সভায় আরো জানানো হয়,স্বাস্থ্য খাতের বিভিন্ন পদক্ষেপে বর্তমানে নিউমোনিয়া সহ অন্য রোগে শিশু মৃত্যুহার আগের তুলনায় কমে এসেছে।তবে যাতে এই হার আরও নামিয়ে আনা যায় সে লক্ষ্যে,সবাইকে এক হয়ে কাজ করে যেতে হবে।সভার সার্বিক পরিচালনা করেন সেভ দি চিলড্রেনের সিনিয়র অফিসার মোঃ হাফিজুর রহমান।

আরও খবর

Sponsered content