প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২৬ , ৯:০১:৫৬ প্রিন্ট সংস্করণ
বরিশাল প্রতিনিধি।।বরিশাল নগরীতে বিপুল পরিমাণ জাল টাকাসহ চার কিশোরকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।এ সময় জাল টাকা তৈরিতে ব্যবহৃত একটি কম্পিউটার ও একটি প্রিন্টার জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে কয়েক ঘণ্টাব্যাপী নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
আটক কিশোররা হলো—নগরীর হাসপাতাল রোড এলাকার ঝাউতলা ৩য় গলির শাওন (১৭),নথুল্লাবাদ এলাকার আলভি (১৮),ভাটিখানা এলাকার তানভীর (১৮) ও আলিফ (১৬)। তারা সবাই শিক্ষার্থী।
গোয়েন্দা পুলিশ জানায়,মঙ্গলবার রাতে বরিশাল নগরীর বগুড়া রোড এলাকার বেলালের চায়ের দোকানে শাওন ও আলিফ ১০০ টাকার একটি নোট দিয়ে সিগারেট কেনার চেষ্টা করে।নোটটি সন্দেহজনক মনে হলে দোকানদার স্থানীয়দের বিষয়টি জানান।পরে স্থানীয়রা একজন কিশোরের দেহ তল্লাশি করে আরও সাতটি ১০০ টাকার জাল নোট উদ্ধার করেন।
বগুড়া রোডের বাসিন্দা মুন্না জানান,নোটটি হাতে নিয়েই সন্দেহ হয়।পরে তল্লাশি করে আরও জাল নোট পাওয়া গেলে দুই কিশোরকে আটক করে গোয়েন্দা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তা ফিরোজ বলেন,আটক কিশোর শাওনের দেওয়া তথ্যের ভিত্তিতে ভাটিখানা এলাকার কাজীবাড়ী মসজিদ সংলগ্ন একটি ভবনের নিচতলায় তানভীরের বাসায় অভিযান চালানো হয়।সেখানে বিপুল পরিমাণ জাল ১০০ ও ৫০ টাকার নোট উদ্ধার করা হয়। একই সঙ্গে জাল টাকা তৈরিতে ব্যবহৃত একটি কম্পিউটার ও প্রিন্টার জব্দ করা হয়।
পরবর্তীতে তানভীরের দেওয়া তথ্যে নথুল্লাবাদ এলাকায় অভিযান চালিয়ে আলভিকে গ্রেফতার করা হয়।আটক কিশোরদের বিরুদ্ধে জাল টাকা প্রস্তুত ও প্রচলনের অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
গোয়েন্দা পুলিশ জানিয়েছে,জাল টাকার উৎস ও এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।








