ব্যবসা ও বাণিজ্য সংবাদ

বন্দরে সোয়াবিন ও সূর্যমুখী তেলের আমদানি মূল্য ১০২ থেকে ১০৩ টাকা প্রতি লিটার

  প্রতিনিধি ১৬ জানুয়ারি ২০২৩ , ১:৫৭:১৯ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মতো দেশ প্রতিনিয়ত তেলবীজ শিল্পের বৃদ্ধির জন্য নীতির পরিবর্তন করে।বিশেষজ্ঞদের মতে,এর জন্য প্রথমে আমদানিকৃত তেলের উপর কর বসাতে হবে।ক্রেতা,বিক্রেতা ও উৎপাদক,কেউই এই কর থেকে ছাড় পাবেন না।সোয়াবিন তেলের ক্ষেত্রে এই করছাড় আগামী ১ এপ্রিল শেষ হবে।তবে সূর্যমুখীর ক্ষেত্রে এটি চলবে।

বন্দরে সোয়াবিন ও সূর্যমুখী তেলের আমদানি মূল্য ১০২ থেকে ১০৩ টাকা প্রতি লিটার।খোলা বাজারে ক্রেতারা এই তেল ১২৫ থেকে ১৩৫ টাকা প্রতি লিটারে কিনতে পারেন। কিন্তু দেশে এই তেল বিক্রি হয় ১৭৫ থেক ২০০ টাকা প্রতি লিটার দরে।এর জন্য তেলের দামে এই অস্বাভাবিক বৃদ্ধি হচ্ছে বলে মত বিশেষজ্ঞদের।ভোজ্য তেল উৎপাদনে আত্মনির্ভর হতে চাইছে কেন্দ্র।এর জন্য সরকারকে একাধিক নীতিতে পরিবর্তন আনতে হবে।

বিশেষ করে দেশীয় তেলবীজ উৎপাদন ও বিক্রি বাড়াতে নীতি আনতে হবে কেন্দ্রকে।একইসঙ্গে কৃষকদের সুবিধার কথাও মাথায় রাখতে হবে।পাশাপাশি,তেল মিলের পূর্ণক্ষমতা ব্যবহার, বিদেশি মুদ্রা বাঁচানো এবং বেকারত্ব কমানোর দিকেও নজর দিতে হবে সরকারকে।

আরও খবর

Sponsered content