জাতীয়

বঙ্গভবনে অ্যাপায়নে মাটন শিক কাবাব,চিকেন শাশলিক, ভেটকি মাছের ফিশ ফিঙ্গার,মাশরুম,পনির সমুচা ও স্পাই

  প্রতিনিধি ১১ জানুয়ারি ২০২৪ , ১১:২৩:২৬ প্রিন্ট সংস্করণ

0Shares

নিজস্ব প্রতিবেদক।।বঙ্গভবনে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হবে।নতুন মন্ত্রিসভার সদস্যদের আপ্যায়নে সেখানে নানা খাবারের আয়োজন রাখা হয়েছে।

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন।এ উপলক্ষে প্রায় এক হাজারেরও বেশি অতিথিসহ বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে বঙ্গভবনে অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

রাষ্ট্রপতি কার্যালয়ের খাবারের তালিকা থেকে জানা যায়, বরাবরের মতো এবারও আনা হয়েছে বৈচিত্র্য।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন ইউএনবিকে বলেন, মাংস ও সবজিজাতীয় খাবারে প্রাধান্য দেওয়া হয়েছে।পাশাপাশি বিভিন্ন ফলেরও ব্যবস্থা করা হয়েছে। খাবার হিসেবে দেওয়া হবে মাটন শিক কাবাব,চিকেন শাশলিক, ভেটকি মাছের ফিশ ফিঙ্গার।এ ছাড়া বয়েল্ড ভেজিটেবলসের সঙ্গে দেওয়া হবে মাশরুম,পনির সমুচা ও স্পাই।

জয়নাল আবেদীন ইউএনবিকে আরও বলেন, মিষ্টিমুখ করানোরও আয়োজন রয়েছে।পরিবেশন করা হবে পাটিসাপটা পিঠার পাশাপাশি মিষ্টি-বাকলাভা।এ ছাড়া কমলা,আপেল,আঙুর দিয়ে সাজানো ফলের ঝুড়িও থাকবে আপ্যায়নে।বঙ্গভবনের সবুজ লনে সাজানো শামিয়ানার নিচে চা আর কফিতে শেষ সময়ের আড্ডা জমবে বলে জানান তিনি।

নতুন সরকারের মন্ত্রিসভায় শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন ৩৬ জন। তাঁরা হলেন আ ক ম মোজাম্মেল, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান, আবুল হাসান মাহমুদ, আনিসুল হক, হাছান মাহমুদ, মো. আব্দুস শহীদ, সামন্ত লাল সেন, নূরুল মজিদ মাহমুদ, দীপু মনি, মো. তাজুল ইসলাম, মুহাম্মদ ফারুক খান, সাধন চন্দ্র মজুমদার, উবায়দুল মোকতাদির, মো. আবদুর রহমান, নারায়ণ চন্দ্র চন্দ, আবদুস সালাম, মহিবুল হাসান চৌধুরী, ফরহাদ হোসেন, মো. ফরিদুল হক খান, মো. জিল্লুল হাকিম, সাবের হোসেন চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, নাজমুল হাসান, ইয়াফেস ওসমান।

প্রতিমন্ত্রী

সিমিন হোসেন (রিমি), নসরুল হামিদ, জুনাইদ আহ্‌মেদ পলক, মোহাম্মদ আলী আরাফাত, মো. মহিববুর রহমান, খালিদ মাহমুদ চৌধুরী, জাহিদ ফারুক, কুজেন্দ্র লাল ত্রিপুরা, বেগম রুমানা আলী, শফিকুর রহমান চৌধুরী, আহসানুল ইসলাম (টিটু)।

তবে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, সেটি এখনো জানানো হয়নি।

0Shares

আরও খবর

Sponsered content

0 Shares