প্রতিনিধি ৬ জানুয়ারি ২০২৬ , ১:৫৬:১৪ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রিফাতকে প্রধান উপদেষ্টা করে তিন মাসের নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন সম্ভাবনা।

ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।এ রিট দায়ের করেছেন আইনজীবী ইউনূস আলী আকন্দ।
রিটে দাবি করা হয়েছে যে,বর্তমান তফসিল আইন ও সংবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এবং এটি নির্বাচন প্রক্রিয়ায় বৈধতা প্রশ্নবিদ্ধ করছে। সংশ্লিষ্ট শাখায় রিটটি সোমবার (৫ জানুয়ারি) হাইকোর্টে দাখিল করা হয়েছে।
সূত্র জানায়,নির্বাচনের নিরাপদ ও নিরপেক্ষ আয়োজন নিশ্চিত করতে সরকার সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রিফাতকে প্রধান উপদেষ্টা করে তিন মাসের জন্য নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে পারে।এই তত্ত্বাবধায়ক সরকার তফসিল অনুসারে নির্বাচনের পরিচালনা করবে।
এ নির্বাচনে অংশ নেবে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো—আওয়ামী লীগ,বিএনপি,জাতীয় পার্টি এবং ১৪ দলীয় জোটসহ অন্যান্য দল।বিষয়টি নিয়ে শীঘ্রই সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে।
বিচারবিভাগ ও রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন,চলতি জানুয়ারি মাসের মধ্যে তফসিল ও তত্ত্বাবধায়ক সরকারের গঠন কার্যক্রম শেষ হতে পারে,এবং ফেব্রুয়ারির নির্বাচনের প্রস্তুতি শুরু হবে।

















