প্রতিনিধি ৬ জানুয়ারি ২০২৬ , ৩:২৬:৪৭ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষা আগামী ৯ জানুয়ারি শুক্রবার বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।এ উপলক্ষে পরীক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।

মঙ্গলবার (৬ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক স্বাক্ষরিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে জানানো হয়,শিক্ষক নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে সম্পন্ন করা হয়।পরীক্ষার্থীদের রোল নম্বর প্রস্তুত,আসন বিন্যাস,প্রশ্নপত্র প্রেরণ ও মুদ্রণ,উত্তরপত্র মূল্যায়ন এবং ফলাফল প্রণয়নসহ যাবতীয় কার্যক্রম সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় সব পরীক্ষা কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে। ফলে নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপের সুযোগ নেই।
এ অবস্থায় দালাল বা প্রতারক চক্রের প্রলোভনে পড়ে কোনো ধরনের অর্থ লেনদেন না করার জন্য পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। কেউ অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখালে তাকে নিকটস্থ থানায় সোপর্দ করা অথবা সংশ্লিষ্ট থানা কিংবা গোয়েন্দা সংস্থাকে অবহিত করার আহ্বান জানানো হয়।
এ ছাড়া প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত গুজব বা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস না করার অনুরোধ জানিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বলেছে,এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে পরীক্ষার্থীদের প্রস্তুতিতে মনোযোগী থাকতে হবে।
উল্লেখ্য,দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে প্রতিবছরই দালাল চক্র সক্রিয় হয়ে ওঠে।এ ধরনের অনিয়ম রোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।















