প্রতিনিধি ১২ জুলাই ২০২৪ , ৪:৫৫:১৫ প্রিন্ট সংস্করণ
মেহেন্দিগঞ্জ(বরিশাল)প্রতিনিধি।।দুই বছর আগে অর্থাৎ আজকের এই দিনে স্ত্রী রেবেকা সুলতানাকে হারিয়েছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মেহেন্দিগঞ্জের কৃতি সন্তান শাহে আলম মুরাদ।

শোকের দিনটি ছিল ১২ জুলাই।সেই হিসেবে আজ শাহে আলম মুরাদ এর স্ত্রীর মৃত্যুবার্ষিকী।
আজ শুক্রবার তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে মেহেন্দিগঞ্জ পৌরসভার খরকি ওয়ার্ডে নিজ বাড়ির দরজার আদমদীঘি জামে মসজিদে বাদ আসর দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। এসময় শাহে আলম মুরাদ উপস্থিত মুসল্লীদের কাছে স্ত্রীর নাজাতের জন্য দোয়া চাইলেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দিন খান,সহ-সভাপতি ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু,সহ-সভাপতি চেয়ারম্যান আব্দুল মকিম তালুকদার,ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্য্য নির্বাহী সদস্য লিয়াকত আলী,বীরমুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন আহমেদ,এ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ জব্বার কানন, সহ-সভাপতি মিজানুর রহমান আরজু,সহ-সভাপতি চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ,যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল ইসলাম জামাল মোল্লা,যুগ্ম-সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন,বীরমুক্তিযোদ্ধা শহীদ শাহ,সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালেব জাহাঙ্গীর,শাহে আলম মুরাদ এর বড় ভাই বীরমুক্তিযোদ্ধা এম এ আজিজ,ব্যবসায়ী স্বপন জমদ্দার, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, উপজেলা যুবলীগের সভাপতি পারভেজ চান,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রকির,উপজেলা ছাত্রলীগের সভাপতি নিরব হোসেন বেপারী,পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন হোসেন প্রমুখ।
মরহুমার মৃত্যুবার্ষিকীতে শোকপ্রকাশ করে দোয়া ও মাগফিরাত কামনা করা হয় পরিবারের পক্ষ থেকে।
মরহুমা ছিলেন,ঢাকা কেন্দ্রীয় ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদিকা ও অগ্রণী ব্যাংক এর ডিজিএম।
















