জাতীয়

প্রতি মাসে ৩০টাকা মূল্যে দুই কেজি করে পেঁয়াজ বিক্রি-টিসিবি

  প্রতিনিধি ৮ অক্টোবর ২০২৩ , ১:৪৩:০৬ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।কার্ডধারী এক কোটি দরিদ্র পরিবারের কাছে প্রতি মাসে ভর্তুকি মূল্যে দুই কেজি করে পেঁয়াজ বিক্রি করবে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। তবে কত দামে পেঁয়াজ বিক্রি করা হবে তা এখনও চূড়ান্ত হয়নি।

টিসিবি থেকে প্রতি কেজি পেঁয়াজের দাম ৩০ থেকে ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব পাঠানো হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ে।প্রস্তাব অনুমোদন পেলে আগামী সপ্তাহ থেকেই পেঁয়াজ বিক্রি শুরু হবে।

টিসিবি সূত্রে জানা গেছে,চলতি মাস থেকেই চাল,ডাল ও তেলের সঙ্গে পেঁয়াজ পাবেন ক্রেতারা।এর বাইরে ঢাকায় খোলাবাজারে ট্রাকের মাধ্যমেও পেঁয়াজ বিক্রির পরিকল্পনা আছে টিসিবির। তবে এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

সংস্থার মুখপাত্র হুমায়ুন কবির বলেন,এ মাস থেকেই দুই কেজি করে পেঁয়াজ দেওয়া হবে।

আরও খবর

Sponsered content