চাকরির খবর

পুলিশ বাহিনীতে কর্মরতদের বেতন স্কেল-ভাতা অন্যান্য সুযোগ-সুবিধা জেনে নিন:-

  প্রতিনিধি ২৬ জুন ২০২৩ , ১২:৫৫:১৭ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।নতুন নিয়োগ প্রাপ্ত একজন্য পুলিশ কনস্টেবল ১৭তম গ্রেডে বেতন পেয়ে থাকে।বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা বিধি মোতাবেক পেয়ে থাকেন। ষএকজন পুলিশের বেতন কত?

পুলিশ হচ্ছে একটি দেশের দ্বারা ক্ষমতাপ্রাপ্ত আইন কার্যকর, সম্পত্তি রক্ষা,সামাজিক অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং জনগণের নিরাপত্তা রক্ষাকারী বাহিনী।তাদের ক্ষমতা বল বৈধতা ব্যবহারের অন্তর্ভুক্ত।পুলিশ হলো সিভিলিয়ান ফোর্স,মানে এটি সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত,ফৌজদারি মামলা গ্রহণ এবং নিষ্পত্তি করবে৷আর সামরিক বাহিনী এসবের জন্য না। সামরিক বাহিনী হলো দেশের ভৌগোলিক নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য সচেষ্ট৷তো এই দুই বাহিনীর মাপকাঠি সম্পূর্ণ ভিন্ন।

পুলিশের কনস্টেবলে যোগদানকালীন বেতন কত? মূল বেতন ৯০০০ (স্কেল ৯০০০-২১৮০০)।বাড়ি ভাড়া সর্বনিম্ন ৫০% হারে ৪৫০০ টাকা।ধোলাই ও চুলকাটা ভাতা মাসিক-৮৫ টাকা। ট্রাভেলিং এলাউন্স মাসিক সর্বোচ্চ ২০০ টাকা।চিকিৎসা ভাতা-১৫০০ টাকা মাসিক।উৎসব ভাতা,ভ্রমণ ভাতা বিধি মোতাবেক।আনুমানিক সর্বমোট মাসিক ১৫,২৮৫ টাকা। প্রতিবছর মূল বেতনের সাথে ৫% যোগ হবে।রেশন সুবিধা তো আছেই ।

বিভিন্ন পুলিশের বেতন ভাতাদি।পুলিশের এস.আই-১০-১৬০০০-স্নাতক পাশ থাকতে হয়।

আইজিপি – ৮২০০০ (সিনিয়র সচিব)পদমর্যাদা

অতিঃ আইজিপি – ৭৮০০০ গ্রেড ১ পদমর্যাদার ৪ জন।

ডিআইজি – ৬৬০০০

অতিঃ ডিআইজি – ৫৬৫০০

এসপি – ৪৩০০০

অতিরিক্ত এসপি – ৩৫০০০

সিনিয়র এএসপি – ২৯০০০ এএসপি – ২৩১০০

পরিদর্শক – ২২০০০

সাব ইন্সপেক্টর/ সার্জেন্ট/টিএসআই – ১৬০০০

এএসআই/ এটিএসআই – ১১০০০

নায়েক – ১০২00

কনস্টেবল – ৯০০০

আরও খবর

Sponsered content