অপরাধ-আইন-আদালত

পুলিশ কর্মকর্তাদের সম্পদের বিষয়ে তদন্ত চলছে-আইজিপি,আবদুল্লাহ আল-মামুন

  প্রতিনিধি ২৬ জুন ২০২৪ , ৫:১১:৩৬ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন,”পুলিশ কর্মকর্তাদের সম্পদের বিষয়ে তদন্ত চলছে।তদন্তে আসল তথ্য বেরিয়ে আসবে। পাশাপাশি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সঙ্গে সাংবাদিকদের বৈঠক হয়েছে।আশা করি আলোচনার মধ্য দিয়ে ভুল বোঝাবুঝি নিরসন হবে।’

বুধবার (২৬ জুন) বিকালে বাগেরহাটের রামপাল এলাকায় নৌ-পুলিশের ট্রেনিং অ্যাকাডেমি ভবন এবং ফায়ারিং অবজারভেশন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

পুলিশ জনগণের কল্যাণে কাজ করে উল্লেখ করে আইজিপি বলেন,পুলিশের বিভিন্ন ইউনিট প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে থাকে।নৌ-পুলিশ নদীর নিরাপত্তা বজায় রাখতে কাজ করে যাচ্ছে।তাদের প্রশিক্ষণের জন্য বাগেরহাটের রামপালে নৌ-পুলিশ ট্রেনিং অ্যাকাডেমি ভবন এবং ফায়ারিং অবজারভেশন ভবন উদ্বোধন করা হলো।এটি নতুন মাইলফলক।যেখানে এই ট্রেনিং অ্যাকাডেমি হয়েছে,স্থানটি অনেক সুন্দর। পরবর্তী সময়ে সম্ভাব্যতা যাচাই করে এখানে পুলিশ বিভাগের জন্য ট্রেনিং অ্যাকাডেমি করার পরিকল্পনা আছে।’

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আরও বলেন,আমরা দায়িত্ব পালনের মধ্য দিয়ে দেশের মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করবো।মানুষকে সেবা দিয়ে গর্বিত হবো।প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের জনবল বৃদ্ধি করেছেন।দেশে-বিদেশে পুলিশের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন,লজিস্টিকস বাড়িয়েছেন। ফলে পুলিশ বাহিনীর সক্ষমতা বেড়েছে।’

উদ্বোধনী অনুষ্ঠানে নৌ-পুলিশের অতিরিক্ত আইজিপি মোহা. আবদুল আলীম মাহমুদ,খুলনা মহানগর পুলিশ (কেএমপি) কমিশনার মো. মোজাম্মেল হক,খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক,বাগেরহাটের জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন,নৌ-পুলিশের খুলনা অঞ্চলের পুলিশ সুপার মো. শরীফুর রহমান ও বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি তালুকদার আব্দুল বাকী উপস্থিত ছিলেন।

এর আগে আইজিপি স্পিডবোটযোগে নৌ-পুলিশ ট্রেনিং অ্যাকাডেমির জন্য নির্মিত বিভিন্ন প্রশিক্ষণ স্থাপনা,প্যারেড গ্রাউন্ড এবং খেলার মাঠ ঘুরে দেখেন।সেখানে প্রশিক্ষক-প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন তিনি।পরে রামপালে নৌ-পুলিশ ট্রেনিং অ্যাকাডেমির লেকে তিনি মাছের পোনা অবমুক্ত এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

আরও খবর

Sponsered content