প্রতিনিধি ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৪:৫৪:০৮ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা ভারসাম্যহীন যুবক তোফাজ্জল হোসেনের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

এর আগে শাহবাগ থানা পুলিশ তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের চিকিৎসক তোফাজ্জলের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করেন।
মর্গের একটি সূত্র জানায়,তোফাজ্জলের দুই হাত ও দুই পায়ে আঘাতের চিহ্ন ছিল।
এদিকে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে উপস্থিত হয়ে তোফাজ্জলের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
সুরতহাল প্রতিবেদনে পুলিশ উল্লেখ করেন,নিহত তোফাজ্জলের পিঠের ডানপাশে কালো ফোলা জখমের পাশাপাশি দুই পা ও দুই হাতে রক্তাক্ত কালো ফোলা নীলা জখমের চিহ্ন দেখা গেছে।
নিহত তোফাজ্জলের চাচাতো ভাই শাহজাদ হোসেন তোফাজ্জলের মরদেহ শনাক্ত করেন। তিনি বলেন,বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের দক্ষিণ ভবনে গেস্ট রুমে উচ্ছৃঙ্খল কিছু ছাত্র তোফাজ্জলকে মারধর করেন।
পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে আরও জানা যায়,পরিবারের সদস্যরা মর্গ থেকে তোফাজ্জলের মরদেহ বুঝে নিয়ে গ্রামের উদ্দেশে রওয়ানা হয়েছেন।














