প্রতিনিধি ২১ জানুয়ারি ২০২৬ , ৩:০৮:২০ প্রিন্ট সংস্করণ
নেত্রকোনা প্রতিনিধি।।নেত্রকোনায় এক জনসভায় বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিনের দেওয়া বক্তব্য ঘিরে দেশজুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।বক্তব্যে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের কঠোর সমালোচনা করেন।

সভায় বশির উদ্দিন বলেন, “পদ্মা সেতু না বানিয়ে ওই বিপুল অর্থ কৃষিখাতে বরাদ্দ দেওয়া হলে চালের দাম আরও অন্তত ৫ টাকা কমানো সম্ভব হতো।” তিনি আরও দাবি করেন, “পদ্মা সেতু নির্মাণের কারণেই দেশে চালের দাম ২০ টাকা পর্যন্ত বেড়েছে।”
বাণিজ্য উপদেষ্টার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই শুরু হয় ব্যাপক সমালোচনা ও ট্রল। নেটিজেনরা প্রশ্ন তুলছেন—দেশের অন্যতম বৃহৎ অবকাঠামো প্রকল্পের সঙ্গে চালের মূল্যবৃদ্ধির সরাসরি সম্পর্ক দেখানো কতটা বাস্তবসম্মত।
অনেকে ব্যঙ্গ করে মন্তব্য করছেন,অবকাঠামো উন্নয়নকে দায়ী করে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির ব্যাখ্যা দেওয়ার চেষ্টা আসলে অর্থনৈতিক বাস্তবতা আড়াল করার কৌশল।কেউ কেউ আবার বাণিজ্য উপদেষ্টার বক্তব্যকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে আখ্যা দিয়েছেন।
বিশ্লেষকদের মতে,পদ্মা সেতুর মতো কৌশলগত প্রকল্পকে দায়ী করে চালের দাম বৃদ্ধির যুক্তি অর্থনৈতিক বিশ্লেষণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।তাঁদের ভাষায়,বাজার ব্যবস্থাপনা, আমদানি নীতি,মজুতদারি ও উৎপাদন ব্যয়ের মতো বিষয় উপেক্ষা করে এ ধরনের মন্তব্য জনমনে বিভ্রান্তি তৈরি করতে পারে।
এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সংশ্লিষ্ট মহল বলছে,দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিদের বক্তব্যে আরও সংযম ও তথ্যভিত্তিক ব্যাখ্যা প্রত্যাশিত।















