সারাদেশের খবর

পটুয়াখালীতে তুচ্ছ ঘটনার জেরে চলন্ত পিকআপ ভ্যানে সহকর্মী শ্রমিকের দা’য়ের আঘাতে নিহত ১, আহত ২

  প্রতিনিধি ১৯ ডিসেম্বর ২০২৩ , ২:০০:৫৬ প্রিন্ট সংস্করণ

পটুয়াখালী জেলা প্রতিনিধি।।পটুয়াখালীর সদর উপজেলায় আউলিয়াপুর এলাকায় মহাসড়কে তুচ্ছ ঘটনার জেরে পল্লী বিদ্যুতের চলন্ত পিকআপ ভানে সহকর্মী শ্রমিকের দা’য়ের আঘাতে জহিরুল ইসলাম নামে এক শ্রমিক নিহত হয়েছে। গুরতর আহত সাইফুল ইসলাম ও সাকিব হাওলাদার নামে দুই শ্রমিককে আশংকাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হামলকারী ঘাতক শ্রমিক কাওসার বিশ্বাসকে আটক করে পিকআপ ভ্যান ও হত্যাকান্ডে ব্যবহৃত ‘দা’ হেফাজতে নিয়েছে পুলিশ।

প্রতিদিনের মতো মহাসড়কর পাশে বিদ্যুত লাইনের উপরে থাকা গাছের ডাল কাটতে সকাল ৮ টার সময় পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি অফিস থেকে পিকআপ ভ্যানে ৭ জন শ্রমিক গলাচিপা উপজেলার বাদুরায় রওয়ানা দেয়। পথে অউলিয়াপুর এলাকায় সহকর্মীদের সাথে পূর্বের হেনস্তা নিয়ে বাকবিতন্ডা শুরু হয়।এক পর্যায়ে কাছে থাকা গাছকাটা ধারালো ‘দা’ দিয়ে শ্রমিক কাওসার সহকর্মীদের এলাপাথারী কোপাতে শুরু করলে জহিরুল,সাইফুল ও সাকিব গুরুতর আহত হয়।ওই অবস্থা দেখে চালক গাড়ী ঘুরিয়ে তাদের নিয়ে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এলে আহত জহিরুলকে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করে।

তবে তাৎক্ষনিক জনতার সহায়তায় গাড়ী থেকে কাওসারকে আটক করে পুলিশ।আটক কাওসার জানায়,সহকর্মীদের দ্বারা প্রতিনিয়ত হয়রানী ও হেনস্তার শিকার হয়ে সে তাদের কুপিয়েছে।

আটক কাওসার বিশ্বাস সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের শারিকখালী গ্রামের মোহাম্মদ বিশ্বাসের ছেলে ও নিহত জহিরুল ইসলাম একই গ্রামের জাকির হোসেন আকনের ছেলে জানা যায়।

আরও খবর

Sponsered content