সারাদেশের খবর

নড়াইল জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত

  প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২২ , ২:১৯:৫৯ প্রিন্ট সংস্করণ

নড়াইল প্রতিনিধি।।নড়াইল জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়েছেন।

( ১ নং (কালিয়া উপজেলা) ওয়ার্ডে ৯১ ভোট, ২ নং (নড়াইল সদর) ওয়ার্ডে ৯৫ ভোট ও ৩ নং (লোহাগড়া উপজেলা) ওয়ার্ড ৭৪ ভোট ) তিন কেন্দ্রে সর্বমোট ২৬০ ভোট পেয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস চেয়ারম্যান পদে বেসরকারীভাবে নির্বাচিত হন। এছাড়া চেয়ারম্যান পদে সৈয়দ ফয়জুল আমীর লিটু-১৭৮ ভোট, শেখ মো.সুলতান মাহমুদ-১১৩ ভোট পেয়েছেন।

অপরদিকে ১ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে শাহীন সাজ্জাদ (পলাশ) সংরক্ষিত মহিলা আসনে (কালিয়া উপজেলা ও নড়াইল ৫ ইউনিয়ন নিয়ে গঠিত) মোসা.শাহিনুর আক্তার রুমা সদস্য, ২ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে খোকন সাহা, ৩ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে সৈয়দ সামসুল আলম কচি ও সংরক্ষিত মহিলা আসনে (লোহাগড়া উপজেলা ও নড়াইল সদরের ৮ইউনিয়ন নিয়ে গঠিত) জেসমিন বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।

এ জেলায় ৩৯টি ইউনিয়ন,৩টি পৌরসভা ও ৩টি উপজেলা রয়েছে। মোট ভোট সংখ্যা ৫৫২। তার মধ্যে ৫৫১ ভোট কাষ্ট হয়েছে বলে জানা যায়।

আরও খবর

Sponsered content