জাতীয়

নির্বাচনে আইনশৃঙ্খলা কোর কমিটিতে নির্বাচন কর্মকর্তাকেও রাখার জন্য সিদ্ধান্ত নিয়েছে-সরকার

  প্রতিনিধি ১৬ এপ্রিল ২০২৫ , ২:২৩:২০ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।নির্বাচনকালীন সময়ে বিভাগ ও জেলা পর্যায়ে আইনশৃঙ্খলা কোর কমিটিতে নির্বাচন কর্মকর্তাকেও রাখার জন্য সিদ্ধান্ত নিয়েছে সরকার।এক্ষেত্রে তাদের নির্বাচনকালীন সময়ের জন্য অন্তর্ভুক্ত করা হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. মামুন এ সংক্রান্ত নির্দেশনা ইতোমধ্যে সকল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে পাঠিয়েছেন।যার অনুলিপি নির্বাচন কমিশনকেও দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে,আইনশৃঙ্খলা রক্ষা ও সংশ্লিষ্ট কার্যক্রম সমন্বয়ের জন্য বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনার এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসককে সভাপতি করে কোর কমিটি গঠন করা হয়েছে।

নির্বাচনকালীন সময় এ কার্যক্রমের সুষ্ঠু সমন্বয়ের স্বার্থে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও ওই কমিটিতে অন্তর্ভুক্ত করতে নির্বাচন কমিশন অনুরোধ জানায়।সেই আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এই নির্দেশনার ফলে নির্বাচনকালীন সময় আইন-শৃঙ্খলা রক্ষায় সভা ও কার্যক্রমে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারাও সরাসরি যুক্ত থাকবেন।

আরও খবর

Sponsered content