প্রতিনিধি ১৮ জুলাই ২০২৩ , ৫:০৭:৫১ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় প্রতিষ্ঠানটির ২৬ কর্মচারীসহ ৩০ জনের বিরুদ্ধে করা মামলা ঢাকার সাইবার ট্রাইব্যুনালে বদলির আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম নুরুল হুদা চৌধুরীর আদালতে ডিবি পুলিশের দেওয়া অভিযোপত্র (চার্জশিট) উপস্থাপন করা হয়।এর পর বিচারক মামলাটি পরবর্তী কার্যক্রমের জন্য সাইবার ট্রাইব্যুনালে বদলির আদেশ দেন।বিমানবন্দর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক ফরিদ মিয়া বিষয়টি জানান।
এর আগে গত ২২ জুন ডিবি পুলিশের পরিদর্শক আলমগীর হোসেন পাটোয়ারী বিমানের ২৬ কর্মকর্তা-কর্মচারী, চার চাকরিপ্রত্যাশীসহ ৩০ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।২০২২ সালের ২১ অক্টোবর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০০ জন পাইলটসহ বেশ কয়েকটি পদে নিয়োগের লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল।তবে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠলে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে তা স্থগিত করা হয়। এ ঘটনায় ২৬ অক্টোবর বিমানবন্দর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।

















