অপরাধ-আইন-আদালত

নবীনগরে ওষুধ ফার্মেসিতে মোবাইল কোর্টের অভিযান ২১ হাজার টাকা অর্থদন্ড

  প্রতিনিধি ২০ ডিসেম্বর ২০২২ , ৪:১০:২১ প্রিন্ট সংস্করণ

নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি।।ব্রাহ্মণবাড়িয়া নবীনগর সদর বাজার ওষুধ ফার্মেসিতে ব্যবসায়দের মঙ্গলবার দুপুরে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়।এসময় আইন লংঘন করে রেজিস্ট্রারবিহীন ওষুধ বিক্রি এবং বিক্রির জন্য নয় এমন ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অপরাধে ৯টি ওষুধ ফার্মেসি দোকানকে মোট ২১ হাজার টাকা অর্থদন্ড করা হয়।একই সঙ্গে মেয়াদ উত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়। জব্দকৃত ঔষুধের মধ্যে রেজিস্ট্রারবিহীন ঔষধ ধ্বংস করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন।তিনি বলেন ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ঔষধ তত্ত্বাবধায়ক অফিসার তোফাজ্জল হোসেন।এ সময় নবীনগর থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।

আরও খবর

Sponsered content