সারাদেশ

নবাব ফয়জুন্নেসা জমিদার বাড়ি কুমিল্লা

  প্রতিনিধি ২২ ডিসেম্বর ২০২৩ , ৫:৩৮:১৪ প্রিন্ট সংস্করণ

কুমিল্লা জেলা প্রতিনিধি।।নবাব ফয়জুন্নেসা জমিদার বাড়ি কুমিল্লা জেলা লাকসাম উপজেলার পশ্চিমগাঁও এলাকায় ডাকাতিয়া নদীর তীরে অবস্থিত।এটি কুমিল্লা জেলার দর্শনীয় স্থান গুলোর মধ্যে অন্যতম।

 

প্রতিষ্ঠা করেন ভারতবর্ষের একমাত্র মহিলা নবাব ফয়জুন্নেসা চৌধুরানী।তিনি একটি সম্ভ্রান্ত মুসলিম জমিদার পরিবারের জন্মগ্রহণ করেন এবং জমিদার গাজী চৌধুরীকে বিয়ে করেন।

 

কিন্তু পরবর্তীতে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।বিবাহ বিচ্ছেদের সময় পাওয়া দেনমোহরের এক লক্ষ এক টাকা দিয়ে তিনি এই জমিদার বাড়িটি তৈরি করেন। তিনি ছিলেন নারীদের শিক্ষার ক্ষেত্রে এক সাহসী উদ্যোগী।তার জমিদারির অধিকাংশ আয় নারী শিক্ষার পেছনে ব্যয় করতেন।এখানে ব্রিটিশ রাণী ভিক্টোরিয়া তাকে এক অনুষ্ঠানের মাধ্যমে নওয়াব উপাধিতে ভূষিত করে।

 

বর্তমানে সেই জমিদার বাড়িতে বাড়ির প্রবেশদ্বার, বসবাসের জন্য একটি দ্বিতল বিশিষ্ট ভবন,বাগানবাড়ী, মসজিদ,কবরস্থান ও একটি কাছারিঘর রয়েছে।প্রায় নষ্ট হতে যাওয়া বাড়িটি বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই বাড়িটির সংস্কার করেন।

আরও খবর

Sponsered content