অপরাধ-আইন-আদালত

নদী বন্দরে বিক্রি করা টিকেট এবং যাত্রীর সঠিক হিসাব দিতে পারেনা বন্দর কর্তৃপক্ষ!

  প্রতিনিধি ২৯ জুন ২০২২ , ৯:২৭:০০ প্রিন্ট সংস্করণ

বরিশাল জেলা প্রতিনিধি:- বরিশাল নৌ-টার্মিনালের টিকেট কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সমন্বিত বরিশাল জেলা কার্যালয়। এসময় কাউন্টার থেকে বিপুল পরিমান অবৈধ টিকেট এবং কাউন্টারের হিসাব খাতা জব্দ করেছেন তারা।

মঙ্গলবার রাত অনুমানিক ৯টার দিকে দুদকের একটি টিম এ অভিযান পরিচালনা করা হয়। তবে বিষয়টি নিয়ে আপাতত কিছু বলতে রাজি হননি বরিশাল নৌবন্দর কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান।

তবে দুদকের বরিশাল অফিসের উপ-পরিচালক দেবব্রত মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে বরিশাল নদী বন্দরের কাউন্টারে অভিযান চালিয়েছেন তারা। এসময় সেখান থেকে অবৈধ টিকেট ও টিকেট বিক্রির হিসাবের খাতা জব্দ করেছেন।

তিনি বলেন, অনেকদিন ধরেই বরিশাল নদী বন্দরে টিকেট কাউন্টারে টিকেট কালোবাজারির তথ্য ছিল আমাদের কাছে। বিষয়টি আমরা নজরদারিতে রেখেছিলাম। এরপর অভিযান করেছি। এ ঘটনায় আরো অনুসন্ধান চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই বরিশাল নদী বন্দরে টিকেট কালোবাজারির অভিযোগ ছিল। নদী বন্দরে বিক্রি করা টিকেট এবং যাত্রীর সঠিক হিসাব দিতে পারেনা বন্দর কর্তৃপক্ষ। গত রোজার ঈদের পরে বরিশাল থেকে কয়েক লাখ মানুষ যায় ঢাকায়।

অথচ নদী বন্দর কর্তৃপক্ষ কি সংখ্যক যাত্রী ঢাকায় গেছেন তার সঠিক তথ্য দিতে পারেনি। এমনকি টিকেট বিক্রির যে হিসাব দিয়েছেন তার সাথে বাস্তবতার কোন মিল খুঁজে পাওয়া যায়নি। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এর প্রায় দুই মাসের মাথায় অভিযান চালায় দুদক।

আরও খবর

Sponsered content