সারাদেশ

নকশা বহির্ভূতভাবে কয়েকটি ভবন নির্মাণ করায় উচ্ছেদ অভিযান

  প্রতিনিধি ৫ ফেব্রুয়ারি ২০২৪ , ৩:৫৭:৪২ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।রাজধানীর দক্ষিণখানে পশ্চিম মোল্লারটেক এলাকায় নকশা বহির্ভূতভাবে কয়েকটি ভবন নির্মাণ করায় উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।এসময় বেশ কয়েকটি নকশা বহির্ভূত ভবনের কিছু অংশ ভেঙে ফেলা হয়।

সোমবার (৫ ফেব্রুয়ারির) সকাল থেকে দুপুর পর্যন্ত এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রণ শাখার পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামসুল হক।

তিনি বলেন,ঢাকাকে বাসযোগ্য করার জন্য রাজউক কাজ করে যাচ্ছে। সেই পদক্ষেপ অনুযায়ী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ জোন ২/১ আওতাধীন দক্ষিনখান পশ্চিম মোল্লারটেক এলাকায় রাজউক নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।নকশা বহির্ভূত কয়েকটি বহুতল ভবনের আংশিক অপসারণসহ তাৎক্ষনিক ভাবে দুইটি ভবনে মোট দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সামসুল হক আরো বলেন, কয়েকটি ভবনের অংশবিশেষ রাস্তার উপরে তৈরি করার তা ভেঙ্গে ফেলা হয়।

উচ্ছেদ অভিযানে ছিলেন রাজউক জোন ২/১ এর অথরাইজড অফিসার প্রকৌশলী পলাশ সিকদার,সহকারি অথরাইজড অফিসার সাবা তাসনিম এবং আব্দুল লতিফ, প্রধান ইমারত পরিদর্শক ফজলুল হক এবং মোঃ আবু হেনা, ইমারত পরিদর্শ মোঃ রিফাত,আমিন কবির,সরফুদ্দিন।

আরও খবর

Sponsered content