জাতীয়

দেশের কোথাও মাটির ওপরে বিদ্যুৎতের খুঁটি ও তার থাকবে না-বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী, নসরুল হামিদ

  প্রতিনিধি ২৮ সেপ্টেম্বর ২০২৩ , ৪:১৮:১১ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।আগামী পাঁচ বছরে দেশের কোথাও মাটির ওপরে বিদ্যুৎতের খুঁটি ও তার থাকবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমণ্ডিতে ডিপিডিসির মাটির নিচে বৈদুতিক লাইন স্থাপনের পাইলট প্রকল্পের কাজ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন,ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক লাইনের কারণে দুর্ঘটনায় প্রাণ ও সম্পদের ক্ষতি ঘটছে অনেক।সনাতন লাইনের এসবের কিছুই থাকবে না মাটির নিচের বৈদ্যুতিক সঞ্চালনে।এ প্রকল্পের কাজ শেষ হলে বিদ্যুৎ অপচয় কমবে।’

নসরুল হামিদ বলেন,আমরা বাংলাদেশে কিন্তু এখনও বিদ্যুতের ব্যবহারের দিক দিয়ে অনেক নিচে।আমাদের ব্যবহারটা আরও বাড়াতে হবে। ২০৩৫ সাল পর্যন্ত যাতে নিরবিচ্ছিন্ন রাখা যায় সেভাবেই ডিপিডিসি তৈরি হচ্ছে এখন।’

ধানমণ্ডিতে ডিপিডিসির ২০ হাজার কোটি টাকার এ প্রকল্পে ৩৫টি সড়কের বৈদ্যুতিক লাইন মাটির নিচে নেওয়া হবে। এরমধ্যে ৮টি সড়কের কাজ শেষ।বাকি ১১টি সড়কে কাজ চলছে।

২০২৫ সালে পুরো প্রকল্পের কাজ শেষ হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

আরও খবর

Sponsered content