ব্যবসা ও বাণিজ্য সংবাদ

দিনাজপুরের হিলিতে ৯৫ টাকায় পেঁয়াজ বিক্রি

  প্রতিনিধি ২ নভেম্বর ২০২৩ , ১:৫৪:২৭ প্রিন্ট সংস্করণ

দিনাজপুর প্রতিনিধি।।একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম। কেজিপ্রতি ১০-১২ টাকা কমেছে।বর্তমানে ভারতের সাউথ প্রদেশের পেঁয়াজ ১০ টাকা কমে ৯৫ টাকায় এবং ইন্দোর প্রদেশের পেঁয়াজ ১২ টাকা কমে ৯৭ টাকায় বিক্রি হচ্ছে।

আমদানি অব্যাহত এবং পাইকার সংকটের কারণে দাম কমেছে বলে জানান ব্যবসায়ীরা।দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।

বৃহস্পতিবার হিলি স্থলবন্দরের পাইকারি মোকাম ঘুরে এ তথ্য পাওয়া যায়।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন বলেন,ভারত থেকে ৮০০ ডলারে এলসি করে পেঁয়াজ আমদানি করা হচ্ছে।আমদানি অব্যাহত থাকায় পেঁয়াজের চাহিদা অনেকটাই কমে গেছে।যার ফলে পাইকার তেমনটা আসছেন না।ফলে দাম অনেকটাই কমে গেছে।আমদানি অব্যাহত থাকলে দাম আরও অনেকটাই কমে যেতে পারে।

হিলি কাস্টমসের তথ্যমতে,গতকাল বুধবার ভারতীয় ১৪ ট্রাকে ৩৮৪ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।এসব পেঁয়াজের মধ্যে এখনো বন্দরে ৭ ট্রাক পেঁয়াজ লোড অবস্থায় আছে। পাইকার না থাকার কারণে সেসব পেঁয়াজ বিক্রি হয়নি।

আরও খবর

Sponsered content