ব্যবসা ও বাণিজ্য সংবাদ

ব্রয়লার মুরগির দাম কমলেও ক্রেতা নেই!

  প্রতিনিধি ৭ এপ্রিল ২০২৩ , ১:৫৩:৩১ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।রাজধানীর কারওয়ান বাজারে দাম কমেছে ব্রয়লার মুরগির। তবুও দেখা মিলছে না ক্রেতার।শুক্রবার (৭ এপ্রিল) ছুটির দিন কারওয়ান বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে,দাম কমে দুশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ব্রয়লার,৩৩০ টাকায় বিক্রি হচ্ছে সোনালী মুরগি।তারা জানিয়েছেন,গত ৫-৬ দিন হলো মুরগির দাম কমছে। দাম কমলেও ক্রেতা সংকটের কারণে বিক্রিও কমেছে। ঈদ কেনাকাটার কারণে কাচাবাজারে ক্রেতা কমেছে বলে মনে করেন ব্যবসায়ীরা।

মাছের বাজারেও অন্যদিনের তুলনায় দাম কেজিতে কমেছে ২০-৩০ টাকা।মুদি বাজারে আগের দামেই বিক্রি হচ্ছে বেশিরভাগ পণ্য।তবে শনিবার থেকে নতুন দামে চিনির সরবরাহ নিয়ে শঙ্কা রয়েছে বলে জানান ব্যবসায়ীরা।

তারা জানান,বাণিজ্য মন্ত্রণালয়ের থেকে প্রজ্ঞাপণ দেয়া হলেও ডিলাররা এসব কথার কোন পাত্তা দেয় না।তাদের থেকে চিনি কিনতে হয় ১১২ টাকা কেজিতেই।তাই বেশি দামে কেনা থাকায় সেসব বিক্রি না হওয়া পর্যন্ত নতুন দামে বেচাকেনা অসম্ভব হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের দেয়া প্রজ্ঞাপণ অনুয়ায়ী,শনিবার থেকে প্রতিকেজি চিনি বিক্রি হবে ৩ টাকা কমে।নতুন দামে খোলা চিনি ১০৪ টাকা ও প্যাকেজজাত প্রতিকেজির দাম পড়বে ১০৯ টাকা।

বাজারে প্রতিকেজি গরুর মাংস ৭৫০ টাকা ও প্রতিকেজি খাসির মাংস বিক্রি হচ্ছে ১ হাজার ৫০ টাকায়।

আরও খবর

Sponsered content