সারাদেশ

দখলে নিতে বিএনপি ও আওয়ামী লীগ একাট্টা

  প্রতিনিধি ২০ সেপ্টেম্বর ২০২৪ , ৬:১৫:২৪ প্রিন্ট সংস্করণ

বরিশাল প্রতিনিধি।।।নগরীর রূপাতলীর বাস মালিক সমিতি দখলে রাখতে একাট্টা হয়েছেন বরিশাল মহানগর বিএনপির দায়িত্বশীল এক প্রভাবশালী নেতা ও তার নিকট স্বজন আওয়ামী লীগের সক্রিয় নেতারা।ইতোমধ্যে বিএনপির লোকজনদের নিয়ে গঠিত কমিটি বাদ দিয়ে ওই প্রভাবশালী নেতাকে আহবায়ক করে সাত সদস্যবিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির ওই সাতজনের আহবায়ক কমিটির তিনজনই হচ্ছেন আওয়ামী লীগ নেতা।ফলে বিএনপির দীর্ঘদিনের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীরা চরম ক্ষোভ প্রকাশ করে বিষয়টি বিএনপির কেন্দ্রীয় নেতাদের অবহিত করেছেন।

এ ব্যাপারে খোঁজখবর নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দরা।

বৃহস্পতিবার সকালে বিএনপির অনেক নেতাকর্মী অভিযোগ করেন,গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর পরই মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার তার লোকজন দিয়ে বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতি দখল করিয়ে নিয়েছেন।পরবর্তীতে সাত সদস্যবিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।ওই কমিটিতে মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন

সিকদার আহ্বায়কের দায়িত্ব নিয়েছেন।বাকি ছয়জনের মধ্যে তিনজনই হচ্ছেন আওয়ামী লীগ নেতা।এ নিয়ে সর্বমহলে তোলপাড় শুরু হয়েছে।

বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন,জিয়া উদ্দিন সিকদার রূপাতলীর বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক হয়েছেন সেটা জানি।তবে তিনি মহানগর বিএনপির সাধারণ সম্পাদক পরিচয়ে বাস বরাদ্দ চেয়েছে সে বিষয়টি জানা নেই।যদি এমনটা হয়ে থাকে সেটি অনেক বড় অন্যায়।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক কাজী রওনকূল ইসলাম টিপু বলেন,গত ৫ আগস্টের পর থেকেই বিএনপি হার্ডলাইনে আছে।কেউ বিএনপির নাম ভাঙিয়ে অপকর্মে জড়িত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।পাশাপাশি বরিশাল মহানগর বিএনপির সাধারণ সম্পাদক পরিচয়ে বাস বরাদ্দ চাওয়ার ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

অভিযুক্ত বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার বলেন,বাস মালিক সমিতি হচ্ছে একটি ব্যবসায়িক সমিতি।ব্যবসা পরিচালনার জন্য কাঠামোগত প্রক্রিয়া সবসময় সচল রাখতে হয়।বাস মালিকরা সাধারণ সভা করে সাত সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে।সেখানে আমাকে আহ্বায়ক করা হয়েছে।

আরও খবর

Sponsered content