খেলাধুলা

তামিমকে নিয়েই বিসিবি প্রাঙ্গণ ঘুরে দেখলেন-ক্রীড়া উপদেষ্টা,আসিফ মাহমুদ

  প্রতিনিধি ১৯ আগস্ট ২০২৪ , ৩:০৩:৫২ প্রিন্ট সংস্করণ

0Shares

নিজস্ব প্রতিবেদক।।অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়াবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্বগ্রহণের পর প্রথমবারের মতো বিসিবি কার্যালয়ে এসেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।সোমবার দুপুরে মিরপুরের বিসিবি কার্যালয়ে আসেন তিনি।তার আগেই বিসিবিতে আসেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।পরে তামিমকে নিয়েই বিসিবি প্রাঙ্গণ ঘুরে দেখেন ক্রীড়া উপদেষ্টা।

এদিন বিসিবির প্রেসিডেন্ট বক্স ঘুরে দেখেন আসিফ মাহমুদ। পরে মাঠে প্রবেশ করেন তিনি।এ সময় তাদের সঙ্গে ছিলেন বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন।

মাঠে প্রবেশের পর ড্রেসিংরুমের সামনে থেকে হেঁটে ইনডোরে যান নতুন উপদেষ্টা।সঙ্গে ছিলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনও।পরে মিডিয়া রুমেও প্রবেশ করেন আসিফ মাহমুদ।পরবর্তী সময়ে একাডেমি ভবনে যান তারা।

এদিন ক্রীড়া উপদেষ্টার বিসিবিতে আসার খবরে মিরপুর শেরেবাংলায় স্টাফদের সকাল থেকেই ছিল রাজ্যের ব্যস্ততা। গণমাধ্যমকর্মীদের ভিড়ও ছিল অনেক।মাঝে বিসিবিতে আসেন তামিম ইকবালও।ক্রীড়া উপদেষ্টার আগমনের কারণেই বিসিবিতে আসা তার।তামিমের জাতীয় দলে ফেরার ব্যাপারেও এদিন ক্রীড়া উপদেষ্টার সঙ্গে কথা হতে পারে।

0Shares

আরও খবর

Sponsered content

0 Shares