আন্তর্জাতিক

তাইওয়ানের প্রেসিডেন্ট সাঁই ইং-ওয়েনের যুক্তরাষ্ট্রে সফর কেন্দ্র করে আবারো কড়া হুঁশিয়ারি দেন-চীন

  প্রতিনিধি ৬ এপ্রিল ২০২৩ , ৯:৪২:৩৪ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।প্রেমের কঠিন ত্রিভুজে আটকে গেছে তাইওয়ান।তৈরি হয়েছে নানা জটিলতা।যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক বজায় রাখতে গিয়ে চীনের সাথে আরও বৈরিতা বাড়ছে এই স্বায়ত্তশাসিত অঞ্চলটির।

তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের যুক্তরাষ্ট্র সফর কেন্দ্র করে আবারও কড়া হুঁশিয়ারি দিয়েছে চীন।

আমেরিকা মহাদেশের কয়েকটি দেশ সফরের অংশ হিসেবে গত সপ্তাহে নিউইয়র্কে ট্রানজিট (যাত্রা বিরতি) নিয়েছিলেন সাই ইং-ওয়েন। বর্তমানে তিনি ক্যালিফোর্নিয়াতে আছেন। সেখানে মুখোমুখি বৈঠক করেছেন মার্কিন হাউজ অব রিপ্রেজেনটিটিভের স্পিকার কেভিন ম্যাকওয়ার্থির সাথে।

তাকে স্বাগত জানিয়ে রোনাল্ড রিগান প্রেসিডেনশিয়াল লাইব্রেরির সামনে ছোটখাটো একটি মিছিল হয়েছে।

সেখানে স্বল্প বিবৃতিতে তাইওয়ানের প্রেসিডেন্ট বলেছেন, ‌তাইওয়ানের গণতন্ত্র অপ্রত্যাশিতভাবে বড় চ্যালেঞ্জের মুখে এবং এই দ্বীপটি বিশেষ সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ।
তাইওয়ানি প্রেসিডেন্ট ও মার্কিন স্পিকারের এই বৈঠকের নিন্দা জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।সতর্ক করে বলেছে, এর ফল মোটেও ভালো হবে না।

গোয়েন্দা বেলুন ও ইউক্রেন যুদ্ধ ইস্যুতে রুশ ঘনিষ্ঠতার কারণে বর্তমানে চরম বৈরিতা বিরাজ করছে বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে।

এই সময়ে তাইওয়ানের প্রতি সমর্থন প্রবণতা আরও বাড়িয়ে দিয়েছে জো বাইডেনের প্রশাসন।আর যুক্তরাষ্ট্রের এমন অকস্মাৎ তাইয়ান প্রীতির বিষয়টিকে মোটেও ভালোভাবে নিচ্ছে না চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রশাসন।

আরও খবর

Sponsered content