রাজনীতি

ঢাকা-৯ আসনের রাজনৈতিক ঐতিহ্য ও যোগ্য নেতৃত্বের ধারাবাহিকতা: সাবের হোসেন চৌধুরী থেকে ডা. তাসনিম জারা

  প্রতিনিধি ৩১ জানুয়ারি ২০২৬ , ১:৪৩:২৫ প্রিন্ট সংস্করণ

বিশেষ প্রতিনিধি:ঢাকা-৯ সংসদীয় আসনটি দীর্ঘদিন ধরেই বাংলাদেশের রাজনীতিতে একটি ব্যতিক্রমী উদাহরণ হিসেবে পরিচিত।এই আসনের ভোটাররা অতীতেও বারবার যোগ্যতা, সততা ও দক্ষতাকে প্রাধান্য দিয়ে প্রতিনিধি নির্বাচন করেছেন। তারই ধারাবাহিকতায় একাধিকবার নির্বাচিত হয়েছেন দেশের বর্ষীয়ান ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত রাজনীতিক জনাব সাবের হোসেন চৌধুরী।

সাবের হোসেন চৌধুরী: নৈতিকতা ও আন্তর্জাতিক নেতৃত্বের প্রতীক

জনাব সাবের হোসেন চৌধুরী বাংলাদেশের জাতীয় সংসদের পাঁচবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য।১৯৯৬ সালে তিনি প্রথমবার সবুজবাগ ও মতিঝিল থানা নিয়ে গঠিত ঢাকা-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।পরবর্তীতে ২০০৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত খিলগাঁও,সবুজবাগ ও মুগদা থানা নিয়ে গঠিত ঢাকা-৯ আসন থেকে টানা চারবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

তার সংসদীয় জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য আন্তর্জাতিক অর্জন আসে ২০১৪ সালে।তিনি প্রথম ও একমাত্র বাংলাদেশি হিসেবে জেনেভাভিত্তিক ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)-এর ২৮তম প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং ২০১৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।বিশ্বব্যাপী শান্তি,গণতন্ত্র ও সংসদীয় কূটনীতিতে তার অবদানের স্বীকৃতিস্বরূপ আইপিইউ তাকে আজীবন সম্মানিত প্রেসিডেন্টের মর্যাদা প্রদান করে।

শিক্ষাজীবনে তিনি যুক্তরাজ্যের লন্ডন ইউনিভার্সিটির স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ (SOAS) থেকে রাজনীতি ও অর্থনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিপ্লোমা লাভ করেন এবং যুক্তরাজ্যের বারে প্রবেশের জন্য প্রয়োজনীয় একাডেমিক যোগ্যতা সম্পন্ন করেন।সততা,নৈতিকতা ও আদর্শবাদী রাজনীতির জন্য তিনি দেশ-বিদেশে সুপরিচিত।

নতুন প্রজন্মের নেতৃত্ব: ডা. তাসনিম জারা

ঢাকা-৯ আসনে সাম্প্রতিক সময়ে আলোচনায় উঠে এসেছেন এক উদীয়মান রাজনৈতিক নেত্রী—ডা. তাসনিম জারা।তিনি একাধারে একজন চিকিৎসক,গবেষক,শিক্ষক ও জনস্বাস্থ্য সচেতনতায় পরিচিত মুখ।

শিক্ষা জীবন

ডা. তাসনিম জারা ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন।এরপর দেশের শীর্ষস্থানীয় চিকিৎসা প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করে ‘এভিডেন্স-বেসড হেলথ কেয়ার’ বিষয়ে ডিস্টিনশনসহ এমএসসি ডিগ্রি লাভ করেন।

এছাড়াও তিনি রয়্যাল কলেজ অব ফিজিশিয়ানস (যুক্তরাজ্য) থেকে MRCP এবং রয়্যাল কলেজ অব অবস্টেট্রিশিয়ানস অ্যান্ড গাইনোকোলজিস্টস থেকে DRCOG ডিগ্রি অর্জন করেন, যা তার পেশাগত দক্ষতাকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত করেছে।

কর্মজীবন ও পেশাগত অবদান

কর্মজীবনের শুরুতে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নশিপ সম্পন্ন করেন এবং পরবর্তীতে অ্যাপোলো হাসপাতালে রেসিডেন্ট মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।২০১৯ সাল থেকে তিনি যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসে (NHS) জরুরি বিভাগে কাজ শুরু করেন এবং বর্তমানে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় হাসপাতালের ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট হিসেবে কর্মরত।

শুধু চিকিৎসা সেবায় নয়,শিক্ষাক্ষেত্রেও তিনি সক্রিয়।তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সুপারভাইজার হিসেবে চতুর্থ থেকে ষষ্ঠ বর্ষের মেডিকেল শিক্ষার্থীদের পাঠদান করে আসছেন।

উদ্যোক্তা ও জনসচেতনতা কার্যক্রম

ডা. তাসনিম জারা ডিজিটাল হেলথ প্ল্যাটফর্ম ‘সহায় হেলথ (Shohay Health)’-এর সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান চিকিৎসা কর্মকর্তা। কোভিড-১৯ মহামারির সময় সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্য তথ্য প্রচার করে তিনি দেশজুড়ে ব্যাপক পরিচিতি ও আস্থা অর্জন করেন।

রাজনৈতিক পথচলা

২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি জাতীয় নাগরিক কমিটির সঙ্গে যুক্ত হন।পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টি (NCP)-এর সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন (ডিসেম্বর ২০২৫ পর্যন্ত)।বর্তমানে তিনি জাতীয় রাজনীতিতে সক্রিয় এবং নীতি,সুশাসন ও জনকল্যাণভিত্তিক রাজনীতির পক্ষে অবস্থান নিয়ে আলোচনায় রয়েছেন।

উপসংহার

ঢাকা-৯ আসনের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়,এ এলাকার ভোটাররা বরাবরই যোগ্যতা,শিক্ষা ও নৈতিকতার ভিত্তিতে নেতৃত্বকে মূল্যায়ন করে এসেছেন।সাবের হোসেন চৌধুরীর মতো অভিজ্ঞ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত নেতার পর, ডা. তাসনিম জারার মতো শিক্ষিত,পেশাদার ও জনসেবামুখী নেতৃত্ব এই ধারাবাহিকতারই নতুন সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছেন।

আরও খবর

Sponsered content