সারাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

  প্রতিনিধি ১৭ মার্চ ২০২৩ , ১:২০:৪৮ প্রিন্ট সংস্করণ

0Shares

নিজস্ব প্রতিবেদক।।নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৫ কিলোমিটার অংশ জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) সকাল থেকে মহাসড়কের কাঁচপুর থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়।এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

যাত্রী ও স্থানীয় সূত্রে জানা যায়,সকাল সাড়ে ৯টার পর থেকে মহাসড়কে যানজেটর সৃষ্টি হয়।বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজেটের তীব্রতা বাড়তে থাকে।সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা। ঘণ্টার পর ঘণ্টা যানবাহনে বসে সময় পার করতে হচ্ছে তাদের।

বন্ধুদের নিয়ে বাসে করে কুমিল্লা বেড়াতে যাচ্ছেন আফজাল হোসেন।তিনি বলেন,সকাল সাড়ে ১০টার দিকে কাঁচপুর এলাকায় আসার পর থেকে যানজটের মধ্যে আছি।সড়কের দুপাশে তীব্র যানজট।দেড় ঘণ্টা বসে থেকে বাস একটু এগোতে পেরেছে।এভাবে যানজটে বসে থাকলে সারা দিনেও কুমিল্লা যেতে পারবো না।’

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবুল কাশেম আজাদ বলেন,ছুটির দিনে প্রায় সময় যানজট থাকে।আজ সকাল থেকে যানজট শুরু হয়েছে। মহাসড়কের কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত প্রায় ১৫-২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।যানজট নিরসনের আমরা কাজ করছি।’

যানজটের কারণ জানতে চাইলে তিনি বলেন,ছুটির দিনে গাড়ির চাপ বেশি।এ কারণে যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া অন্য কোনও কারণ নেই।’

0Shares

আরও খবর

Sponsered content

0 Shares