স্বাস্হ্য ও জীবন পরিচর্যা

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চব্বিশ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

  প্রতিনিধি ২০ সেপ্টেম্বর ২০২৩ , ৫:১৮:৫৪ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা।ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘণ্টায় সারাদেশে ২১ জনের মৃত্যু হয়েছে।এর আগে গত ২ সেপ্টেম্বর একদিনে সর্বোচ্চ ২১ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু ৮৬৭ জনে দাঁড়িয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ডেঙ্গু
স্বাস্থ্য অধিদফতর জানায়,গত চব্বিশ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ১৫ জন।বর্তমানে সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১০ হাজার ২৬৩ জন রোগী ভর্তি আছেন।এর মধ্যে ঢাকাতেই ৩ হাজার ৮১৯ জন।বাকি ৬ হাজার ৪৪৪ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।ডেঙ্গুতে মৃত্যুদের মধ্যে ঢাকা শহরের ১০ জন ও ঢাকার বাইরের রোগী ১১ জন।

হাসপাতাল গুলোতে ডেঙ্গু রোগীদের উপচে পড়া ভিড়
এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১ লাখ ৭৬ হাজার ৮১০ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৬৮০ জন।

গত বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যুর (২৮১ জন) রেকর্ড হয়েছিল।চলতি বছর অনেক আগে সেই রেকর্ড ছাড়িয়ে গেছে।এ ছাড়া ২০১৯ সালে মৃত্যু হয়েছিল ১৭৯ জনের। ২০২০ সালে ৭ জন ও ২০২১ সালে ডেঙ্গুতে মৃত্যু হয় ১০৫ জনের।

আরও খবর

Sponsered content