প্রতিনিধি ২৭ ফেব্রুয়ারি ২০২৫ , ৫:৫৬:১১ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।অবৈধ সম্পদ অর্জন ও ব্যাংক লেনদেনে অনিয়মের অভিযোগে কারাগারে আটক পুলিশের ডিআইজি মোল্যা নজরুল ইসলামসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক দুই কর্মকর্তার বিরুদ্ধে আলাদা মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার সংস্থার ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে তাদের বিরুদ্ধে মামলা তিনটি দায়েরের তথ্য দেন কমিশনের মহাপরিচালক মো. আক্তার হোসেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা হলেন-সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস ও সাবেক জনসংযোগ কর্মকর্তা মো. শরিফ মাহমুদ অপু।
একটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা আলোচিত পুলিশ কর্মকর্তা ডিআইজি মোল্যা নজরুল ইসলামের বিরুদ্ধে ৯৪ লাখ ১ হাজার ৮০৭ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
আরেকটি মামলায় ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে ২ কোটি ৪৭ লাখ ৪২ হাজার ৮২৬ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং তার নামে থাকা ১৪টি ব্যাংক হিসাবে ৫ কোটি ৯০ লাখ ১৫ হাজার ৫৯০ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।
অপরদিকে শরিফ মাহমুদ অপুর বিরুদ্ধে ৫৮ লাখ ৯৯ হাজার ৯৯৭ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
এজাহারে তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা; দুর্নীতি প্রতিরোধ আইন,১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন,২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা রুজু করা হয়েছে।
ক্ষমতার পালাবদলে ২০২৪ সালের ৯ অক্টোবর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল,তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান,ছেলে শাফি মোদাচ্ছের খান ও মেয়ে শাফিয়া তাসনিম খানের বিরুদ্ধে পৃথক চারটি মামলা করেছিল দুদক।
একই দিনে কামালের এপিএস মনির হোসেনের বিরুদ্ধেও একটি মামলা দায়ের হয়।এসব মামলায় আসাদুজ্জামান খানের বিরুদ্ধে প্রায় শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগ আনা হয়েছিল।
এর আগে গত বছরের ২১ অগাস্ট কামালের পরিবারসহ তার সাবেক পিএস হারুন অর রশিদ বিশ্বাস,যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস,প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন, সহকারী একান্ত সচিব মনির হোসেন এবং জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপুর ব্যাংক হিসাবের সব লেনদেনের তথ্য তলব করেছিল দুদক।পরে ১ সেপ্টেম্বর আদালত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে।
অপরদিকে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে সংযুক্ত থাকা ডিআইজি মোল্যা নজরুল ইসলামকে ৮ ফেব্রুয়ারি আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পরদিন রাজধানীর গুলশান থানায় দায়ের করা কমার্স কলেজের শিক্ষার্থী ফাহিম হোসেন জুবায়েদকে হত্যাচেষ্টার মামলায় তাকে ৫ দিনের রিমান্ডে পাঠায় ঢাকার একটি আদালত।

















