প্রতিনিধি ৩ সেপ্টেম্বর ২০২৫ , ৬:৩৩:৪০ প্রিন্ট সংস্করণ
ঝিনাইগাতী প্রতিনিধি।।ঝিনাইগাতী,নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের পুকুরে উল্টে গেলে বাসে থাকা প্রায় ৩০-৩৫ জন যাত্রীর মধ্যে একজন মায়ের কোল থেকে তিন মাস বয়সী শিশু পানিতে পড়ে নিখোঁজ হয়ে যায়। ফায়ার সার্ভিসের আড়াই ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানের পর শিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। অলৌকিকভাবে বেঁচে যাওয়া এই ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে,(৩ সেপ্টেম্বর, ২০২৫) দুপুরে ঝিনাইগাতী থেকে একটি যাত্রীবাহী বাস ঝিনাইগাতী বাজারের দিকে যাচ্ছিল।পথে বাসটি নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশের একটি বড় পুকুরে উল্টে যায়।দুর্ঘটনার পর পরই বাসের ভেতরে থাকা যাত্রীরা নিজেদের চেষ্টায় কোনোমতে বের হয়ে আসেন।কিন্তু এক মায়ের বুক থেকে তিন মাস বয়সী শিশু সোহেল ছিটকে পানিতে পড়ে যায়।
খবর পেয়ে ঝিনাইগাতী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।তারা তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে।
প্রায় আড়াই ঘণ্টা ধরে চলা এই অভিযানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুকুরের তলদেশে তল্লাশি চালায়।দীর্ঘ অপেক্ষার পর ডুবুরিরা যখন শিশুটিকে খুঁজে পান,তখন অনেকেই অলৌকিকভাবে তার জীবিত থাকার খবরে আবেগাপ্লুত হয়ে পড়েন।।
ঝিনাইগাতী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রধান বলেন,আমরা যখন শিশুটিকে খুঁজে পাই,তখন তার নিঃশ্বাস চলছিল।এটি এক কথায় একটি অলৌকিক ঘটনা।সাধারণত এত সময় পানিতে থাকার পর কোনো শিশুর বেঁচে থাকার সম্ভাবনা থাকে না।”
শিশুটিকে উদ্ধারের পর দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তার অবস্থা এখন স্থিতিশীল।এই ঘটনায় স্থানীয় জনগণ ফায়ার সার্ভিসের সদস্যদের পেশাদারিত্ব ও প্রচেষ্টার প্রশংসা করেছেন।তারা মনে করছেন,এটি আল্লাহ’র এক বিশেষ রহমত,যা শিশুটির জীবন বাঁচিয়েছে।










