অপরাধ-আইন-আদালত

জয়পুরহাটে সন্তানকে হত্যার পর থানায় আত্মসমর্পণ করলেন মা মৌমিতা পাল

  প্রতিনিধি ২৭ অক্টোবর ২০২২ , ১২:২৮:৫৪ প্রিন্ট সংস্করণ

জয়পুরহাট জেলা প্রতিনিধি।।জয়পুরহাট পৌর শহরের বারিধারা মহল্লায় সদর থানার সামনে (০৪) বছরের এক শিশু সন্তানকে চার্জার তার দিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে আপন মা মৌমিতা পাল৷

হত্যা নিশ্চিত করে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন ঘাতক মা। আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে ৯ টায় এঘটনা ঘটে৷

নিহত ওই শিশুর নাম কণিনীকা (০৪) পিতা নয়ন কুমার পাল একজন ব্যাংক কর্মকর্তা। চাকুরির সুবাদে নয়নকুমার পাল জয়পুরহাটের বাড়িধারা এলাকায় সন্দীপের ভাড়া বাসায় থাকেন বলে জানা গেছে। সে জয়পুরহাট পাঁচবিবি উপজেলা সোনালী ব্যাংকে চাকরি করেন।

নিহত কণিকার বাবার স্থায়ী বাড়ি বগুড়ার নন্দীগ্রামে।
প্রতিবেশী ভারাটিয়ারা জানান গত কাল রাতে এক ঠাকুর এসেছিলো ওই ঘাতক মহিলা বার বার বলছেন এই সব আলোচনা করতে শুনি৷

প্রতিবেশীদের সাথে কথা বলে জানা গেছ মাঝে মাঝে ঐ মহিলা মৌমিতা পাল,ভুলভাল বকে। মাথার সমস্যা আছে বলে জানান প্রতিবেশীরা।

জয়পুরহাট সদর থানার ডিউটি অফিসার রায়হান জানান সকালে ওই অভিযুক্ত পাষণ্ড মা নিজেই থানায় এসে বলেন আমাকে শাস্তি দেন আমি আমার বাচ্চাকে মেরে ফেলছি আপনারা আমাকে শাস্তি দেন এভাবেই বিস্তারিত জানান৷
বর্তমানে ওই শিশুটির মরহদেহ ময়নাতদন্তের জন্য মরদেহ জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে৷

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, সন্তানকে হত্যা করে মৌমিতা পাল নিজেই থানায় হাজির হন। থানায় এসে তিনি জানান, পারিবারিক কলহের জেরে দীর্ঘদিন ধরেই মানসিকভাবে বিপর্যস্ত তিনি। মানসিক চাপ নিতে না পেরে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মোবাইল ফোনের চার্জার পেঁচিয়ে হিয়াকে হত্যা করেন। এ সময় হিয়ার বাবা অফিসে ছিলেন।

আরও খবর

Sponsered content