ইসলাম ও জীবন

জুলুমের বদলা নেওয়া এখনো শেষ হবে না- মাজলুমের গোনাহগুলো চাপিয়ে দিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে

  প্রতিনিধি ২১ অক্টোবর ২০২২ , ১২:১৫:৪৮ প্রিন্ট সংস্করণ

মাজহারুল ইসলাম।।‘তীরের ক্ষত শুকিয়ে যায় তবে মুখের কথার আঘাত শুকায় না’ !

তাই কখনো কারো মনে কষ্ট দিবেন না। তা অনেক বড় গুনাহ। রাসূলুল্লাহ সা: একবার সাহাবীদেরকে বললেন,

তোমরা কি জানো, নিঃস্ব কে? তাঁরা বললেন, আমরা তো নিঃস্ব বলতে তাকেই বুঝি, যার কোনো ধন-সম্পদ নেই।

তখন রাসূলুল্লাহ সা: বললেন, না, নিঃস্ব সে নয়, প্রকৃতপক্ষে নিঃস্ব হচ্ছে সে, যে কিয়ামতের দিন অনেক নামায-রোযা-যাকাতের নেকী নিয়ে আসবে, কিন্তু দুনিয়াতে সে একে গালি দিয়েছে, তাকে মিথ্যা অপবাদ দিয়েছে, এর মাল জোর করে দখল করেছে, ওর রক্ত প্রবাহিত করেছে তাই সকল মাযলুম (মাজলুম মানে যাদের উপর যুলুম হয়েছে) তারা সেসব জুলুমের বদলা নিতে আসবে।

আল্লাহ তখন জুলুমের বদলা হিসেবে তার নেকীগুলো মাজলুমদের দিয়ে দিবেন। একপর্যায়ে তার সকল নেকী শেষ হয়ে যাবে। কিন্তু জুলুমের বদলা নেওয়া এখনো শেষ হবে না। তখন মাজলুমের গোনাহগুলো চাপিয়ে দিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।
-(সহীহ মুসলিম, হাদীস ২৫৮১)

আরও খবর

Sponsered content