জাতীয়

জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের পর্যবেক্ষণে যত শর্তের ভেড়াজাল!

  প্রতিনিধি ২৪ ডিসেম্বর ২০২৩ , ১২:১৫:৫৫ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।আগামী ৭ জানুয়ারী ২০২৪ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের পর্যবেক্ষণে যত শর্তের ভেড়াজাল….

শর্ত নাম্বার -১
আপনি যে দৈনিক পত্রিকায় কাজ করেন সেই পত্রিকার পরপর ৭ টি পত্রিকা আর যদি সাপ্তাহিক পত্রিকায় কাজ করেন তাহলে ৩টি পত্রিকা নির্বাচন কমিশনে দাখিল করতে হবে।

শর্ত নাম্বার – ২
আপনি যে পত্রিকায় কাজ করেন সেটা সরকারের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের কত নাম্বার সিরিয়ালে আছে সেটির কপি মোটা কলম দিয়ে দাগাঙ্কিত করে দিতে হবে।

শর্ত নাম্বার – ৩
আপনার জাতীয় পরিচয়পত্র, মিডিয়ার পরিচয়পত্রসহ পত্রিকার প্যাডে আবেদন খানা জমা করিতে হইবে।

শর্ত নাম্বার – ৪
অনিয়মিত, অনিবন্ধিত অনলাইন চলবেনা।

এর পর তো আরো বিবেচিত হতে হবে আপনি কোন দল কিংবা মার্কার অনুসারী এবং নৌকার মনোনিত কিনা স্হানীয় সাংবাদিক সংগঠনের সাংবাদিক নামধারী দালালদের লিস্টে আছেন কিনা তাহলে হয়তো ” সাংবাদিক” পর্যবেক্ষণ ” নামের সোনার হরিণ কার্ডটি আপনি বিবেচিত হওয়ার কিছুটা সম্ভাবনা আছে।

প্রশ্ন হলো সাংবাদিক পর্যবেক্ষণে না গেলে যা হবে।

আপনি জাতির বিবেক অত এব সিদ্ধান্ত আপনার।

আরও খবর

Sponsered content